আসানসোল, 29 ফেব্রুয়ারি : কয়েকজন মদ্যপ যুবকের হাতে প্রহৃত ব্যক্তির সঙ্গে দেখা করতে গেলেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় । সালানপুরের রূপনারায়ণপুরের আমডাঙার এলাকায় নন্দকিশোর নোনিয়া নামে এক ব্যক্তিকে প্রকাশ্যে মারধর করার অভিযোগ উঠেছিল । কয়েকজন মদ্যপ যুবকের এই ঘটনার সঙ্গে জড়িত বলে অভিযোগ । সেই ঘটনার ভিডিয়ো ভাইরাল হওয়ার পর BJP-র স্থানীয় নেতৃত্ব নন্দকিশোরকে তাঁদের সমর্থক বলে দাবি করে । এবার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ও আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয় আক্রান্ত ব্যক্তির সঙ্গে তাঁর বাড়িতে দেখা করে গেলেন।
সালানপুরে আক্রান্তের বাড়িতে বাবুল সুপ্রিয়
মদ্যপ যুবকের হাতে প্রহৃত নন্দকিশোর নোনিয়া নামে এক ব্যক্তির সঙ্গে দেখা করতে গেলেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় । সালানপুরের রূপনারায়ণপুরের আমডাঙার এলাকায় এই ঘটনা ঘটে । প্রহৃত যুবকের পরিবারকে পাশে থাকার আশ্বাস দিয়ে বাবুল এই ঘটনায় তৃণমুলকে দায়ি করে ।
গত 21 ফেব্রুয়ারি পানীয় জলের সংযোগ নেওয়া নিয়ে স্থানীয় কিছু যুবকের সাথে বচসা হয় নন্দকিশোরের । অভিযোগ সেই বচসাকে কেন্দ্র করেই মদ্যপ যুবকরা রাস্তায় ফেলে নির্মম ভাবে মারধর করে নন্দকিশোরকে। মাটিতে ফেলে বেল্ট দিয়ে তাঁকে মারা হয়। প্রতিবেশীরা সেই ঘটনার ভিডিয়ো করে রাখেন । দুদিন পর তা ভাইরাল হয় । এই ঘটনার পরেই স্থানীয় BJP নেতৃত্ব ওই নন্দকিশোর নোনিয়া ও তাঁর ছেলেকে নিজেদের দলের কর্মী বলে দাবি করে । যদিও নন্দকিশোর জানিয়েছিল, তিনি কোনও রাজনৈতিক দল করেন না, সব দলের সঙ্গেই তাঁর সুসম্পর্ক ।
গতকাল রাতে নন্দকিশোরের বাড়ি গিয়ে তাঁর সঙ্গে দেখা করলেন সাংসদ বাবুল সুপ্রিয় সহ BJP-র অন্যান্য স্থানীয় নেতারা । এদিন বাবুল সরাসরি তৃণমূলের ব্লক সভাপতি সহ তৃণমূলের অনান্য নেতাদের "গুন্ডা" বলে অভিহিত করেন নন্দকিশোরের পরিবারের কাছে ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাসও দিয়ে যান । আক্রান্ত ব্যক্তির বাড়িতে বাবুল সুপ্রিয়ের যাওয়ায় ফের রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়েছে বারাবনিতে। যদিও মারধরের অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূলের স্থানীয় নেতারা ।