আসানসোল, 13 ফেব্রুয়ারি: 2020-21 রাজ্য সরকারের বাজেটে প্রস্তাবিত হাসির আলো প্রকল্প নিয়ে রাজ্য সরকারকে আক্রমণ BJP নেতা বাবুল সুপ্রিয়র ৷ এবারে টুইটবার্তায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন তিনি৷ এই প্রকল্প নিয়ে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে তাঁর প্রশ্ন, সাধারণ মানুষকে কি বোকা ভাবেন মুখ্যমনন্ত্রী ?
টুইটারে বাবুল লেখেন, "একটি বাড়িতে সামান্য একটা পাখা আর দুটো লাইট জ্বললেই তিন মাসে 150 ইউনিট-এর বেশি বিদুৎ খরচ হয়৷ আর দিদিমণির প্রকল্প দেখুন ৷ সবাইকে কি বোকা ভাবেন দিদি?"
বাজেটে অর্থমন্ত্রী অমিত মিত্র ঘোষণা করেন, যাঁরা বিদ্যুতের খরচ বহন করতে অক্ষম তাঁদের কথা ভেবে হাসির আলো প্রকল্প ৷ এই প্রকল্পে গ্রাম ও শহরের অতি গরিব, যাঁরা ত্রৈমাসিক 75 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহার করেন তাঁদের সম্পূর্ণ বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ করা হবে ৷
রাজ্য সরকার প্রস্তাবিত হাসির আলো প্রকল্প নিয়ে মিশ্র প্রতিক্রিয়া মেলে সাধারণ মানুষের মধ্যে৷ কেউ বলেন, এই প্রকল্প গরিবদের জন্য খুব উপকার করবে৷ আবার কেউ এই প্রকল্প কতটা বাস্তবায়িত হবে সে বিষয়েও সংশয় প্রকাশ করেন৷
উল্লেখ্য, এর আগে যাদবপুর বিশ্ববিদ্যালয়সহ একাধিক ইশুতে রাজ্য সরকারের বিরুদ্ধে টুইট করে কটাক্ষ করেছেন বাবুল সুপ্রিয়৷