আসানসোল, 29 ডিসেম্বর : "আসানসোলে আমার কোনও অনুষ্ঠান থাকলে তৃণমূলের চারজন নেতার বাড়ি RAF দিয়ে ঘিরে ফেলা হোক । তাহলে দেখবেন আর কোনও অশান্তি হবে না । " আজ আসানসোলে একথা বলেন BJP নেতা তথা স্থানীয় সাংসদ বাবুল সুপ্রিয় ৷ দুপুরে পাণ্ডবেশ্বরে একটি কম্বল বিতরণী অনুষ্ঠানে গিয়েছিলেন বাবুল ৷ গিয়ে দেখেন তাঁর অনুষ্ঠানের জায়গাটি RAF ও পুলিশ দিয়ে ঘিরে ফেলা হয়েছে ৷ পরে আসানসোল ফিরে সন্ধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিরক্তি প্রকাশ করেন বাবুল ৷
বাবুল বলেন, "আমি সামান্য কম্বল বিতরণ করতে গেছিলাম ৷ আমি যেখানে কম্বল বিতরণ করছিলাম তার পাশের মাঠে রাতারাতি আরও একটি কম্বল বিতরণের অনুষ্ঠানের আয়োজন করা হয় ৷ গরিব মানুষ কম্বল পাবে তাতে কোনও আপত্তি নেই ৷ কিন্তু RAF দিয়ে ঘিরে দেওয়া হল ৷ লজ্জাজনক বিষয় ৷ পুলিশ বর্ম পরে, হেলমেট পরে দাঁড়িয়ে ৷ কী হচ্ছে, না কম্বল বিতরণ হচ্ছে ৷ " তিনি আরও বলেন, "RAF কেন দেওয়া হয়েছে ? তাহলে নিশ্চয়ই পুলিশও কোথাও ভাবছে তৃণমূলের ছেলেরা বাবুল সুপ্রিয়কে ইট-পাটকেল মারতে পারে ৷ কিন্তু আমার বিনীত অনুরোধ এভাবে নিজেদের হাস্যকর করবেন না ৷ ওই কালো পোশাকের লোকগুলোকে প্রশিক্ষণ দিয়েছেন, তাদের রাখুন ৷ নিজেদের মধ্যে যখন মারামারি করেন, গোষ্ঠীদ্বন্দ্ব হয়, গুলি চলে সেক্ষেত্রে আপনাদের RAF লাগবে ৷ "