পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Babul Supriyo: নিঁখোজ বাবুল সুপ্রিয়, খোঁজ দিলেই পুরস্কার ! পোস্টার পড়ল জামুড়িয়ায় - বাবুল সুপ্রিয় নিখোঁজ

কেন্দ্রীয় মন্ত্রী তথা আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয় (Babul Supriyo) নিখোঁজ ৷ এমনই পোস্টার সাঁটানো হয়েছে জামুড়িয়ায় । একে তৃণমূলের চক্রান্ত হিসেবে দেখছে বিজেপি ৷

Babul Supriyo is missing, posters in Jamuria create new controversy
নিঁখোজ বাবুল সুপ্রিয়, খোঁজ দিলেই পুরস্কার ! পোস্টার পড়ল জামুড়িয়ায়

By

Published : Jun 23, 2021, 6:22 PM IST

জামুড়িয়া, 23 জুন : কেন্দ্রীয় মন্ত্রী তথা আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয় (Babul Supriyo) নিখোঁজ ৷ এমনই পোস্টার পড়ল জামুড়িয়ায় । এই নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক ৷ পোস্টারগুলিতে দাবি করা হয়েছে যে, সেগুলি জামুড়িয়া নাগরিকবৃন্দের লেখা ৷ তৃণমূলের তরফে অভিযোগ, ভোটের আগে ছাড়া বাবুলকে এলাকায় দেখতে পাওয়া যায় না ৷ করোনা, যশের মতো সংকটেও তাঁর মুখ দেখেননি স্থানীয় মানুষ ৷ যদিও বিজেপির দাবি, গায়ক-সাংসদের ভাবমূর্তি নষ্ট করতে এই কাজ করেছে তৃণমূল ৷

কেন্দ্রীয় পরিবেশ, বন ও পরিবেশ পরিবর্তন মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী বাবুল সুপ্রিয় আসানসোলের সাংসদ ৷ তিনি দাঁড়িয়েছিলেন রাজ্যের বিধানসভা ভোটেও ৷ টালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে হেভিওয়েট প্রার্থী হিসেবে তাঁকে দাঁড় করিয়েছিল বিজেপি ৷ তবে সেখানে তৃণমূল প্রার্থী অরূপ বিশ্বাসের কাছে তাঁকে 37 হাজারেরও বেশি ভোটে হারতে হয় ৷ ভোটের আগে প্রচারে টালিগঞ্জ ছাড়াও নিজের লোকসভা কেন্দ্রে প্রচারে যেতে দেখা যায় বাবুল সুপ্রিয়কে ৷ তবে ভোট মিটে যাওয়ার পর থেকে তাঁকে দীর্ঘদিন আর আসানসোল চত্বরে দেখা যাচ্ছে না বলে অভিযোগ উঠেছে ৷

আরও পড়ুন: হামের টিকা কোভিড থেকে সুরক্ষিত রাখতে পারে শিশুদের : রিপোর্ট

বাবুলকে কটাক্ষ করে তাঁর নামে নিখোঁজ পোস্টার পড়েছে জামুড়িয়া বাসস্ট্যান্ড লাগোয়া এলাকায় ৷ তাতে লেখা রয়েছে, "নিখোঁজের তল্লাশি ৷ রঙ-ফর্সা, কাজ - মিথ্যে কথা বলা, আসোনসোল লোকসভা কেন্দ্রের সমস্যা সম্পর্কে অবগত নন, কাজ না হওয়ায় বিরক্ত জনতা, এই কেন্দ্রের সাংসদকে যে খুঁজে আনতে পারবেন, তাঁকে দেওয়া হবে পুরস্কার ৷ নাম বাবুল সুপ্রিয় ৷ নিবেদক - জামুড়িয়া নাগরিকবৃন্দ ৷"

আরও পড়ুন:শরদ পাওয়ারের বাড়িতে বাম-তৃণমূল সহ আট দলের বৈঠক, তবু তৃতীয় ফ্রন্টে রাখঢাক

এই পোস্টারকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর ৷ জামুড়িয়া 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সাধন রায় বলেন‌, "বাবুল সুপ্রিয়র নিখোঁজ পোস্টার কারা দিয়েছে আমরা তা জানি না । তবে ভোটের সময় বাবুল সুপ্রিয়কে দেখা গেলেও অন্য সময় তাঁকে দেখতে পাওয়া যায় না । পয়সা দিয়ে ভোট কিনে পাঁচ বছর দিল্লিতে রাজ করেছেন বাবুল । করোনা অতিমারি, অতিবৃষ্টি, যশের সময়েও তাঁকে খুঁজে পাওয়া যায়নি ।"

আরও পড়ুন :জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদার সঙ্গে কোনও আপস নয় : মেহবুবা

তবে এই অভিযোগ খারিজ করে দিয়েছে বিজেপি ৷ সাংসদের প্রতিনিধি তথা বিজেপি নেতা সন্তোষ সিং জানিয়েছেন, "আসানসোলের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়র সাংসদ কার্যালয় থেকেই মানুষকে পরিষেবা প্রদান করা হচ্ছে । যেহেতু বাবুল সুপ্রিয় কেন্দ্রীয় মন্ত্রী, তাই তাঁকে একাধিক রাজ্যের দায়িত্ব নিতে হয় । আসানসোলের প্রয়োজনে তিনি সর্বদাই মানুষের সঙ্গে রয়েছেন । বাবুল সুপ্রিয়র ভাবমূর্তি নষ্ট করার জন্য এই ধরনের পোস্টার লাগাচ্ছে তৃণমূল ৷" যদিও এ বিষয়ে বিজেপি সাংসদের কোনও প্রতিক্রিয়া এখনও মেলেনি ৷

ABOUT THE AUTHOR

...view details