পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

আসানসোল উৎসবে আমন্ত্রণ না পেয়ে ক্ষুব্ধ সাংসদ বাবুল - মলয় ঘটক

আসানসোল উৎসবে আমন্ত্রণ জানানো হল না স্থানীয় সাংসদ বাবুল সুপ্রিয়কে ৷ যার জেরে সোশাল মিডিয়ায় ক্ষোভ উগরে দেন বাবুল ৷ তাঁর হুঁশিয়ারি, আগামী বছর থেকে এই ‘নোংরামি’ আর হতে দেবেন না তিনি।

wb_asn_babul supriyo asansol utsab controvercy_7203430
আসানসোল উৎসবে আমন্ত্রণ না পেয়ে ক্ষুব্ধ সাংসদ বাবুল

By

Published : Feb 19, 2021, 6:53 PM IST

আসানসোল, 19 ফেব্রুয়ারি: আসানসোল উৎসবে আমন্ত্রণ না পেয়ে ক্ষুব্ধ স্থানীয় বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয় ৷ উৎসব শুরুর একদিন আগেই সোশাল মিডিয়ায় উগরে দিলেন ক্ষোভ ৷ এমনকী, আগামী বছর থেকে কার্যত উৎসব বন্ধ করার হুঁশিয়ারি দিলেন তিনি ৷

শুক্রবার থেকে শুরু হল আসানসোল উৎসব। স্থানীয় বাসিন্দাদের কাছে এর জনপ্রিয়তা তুমুল ৷ উৎসবের প্রধান উদ্যোক্তা রাজ্যের মন্ত্রী মলয় ঘটক। 10 দিন ধরে চলে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান ও মেলা ৷ তাতে অংশ নিতে কলকাতা থেকে আসেন নামজাদা শিল্পীরা ৷ ভিড়ও হয় ভালোই ৷

সূত্রের খবর, মূলত মলয় ঘটকের মস্তিষ্কপ্রসূত হলেও আসানসোল উৎসব পরিচালনার জন্য নির্দিষ্ট একটি কমিটি রয়েছে ৷ এই কমিটির সদস্যরাই মূলত শিল্পী ও অতিথিদের আমন্ত্রণ জানান ৷

আরও পড়ুন:রেলের অনুষ্ঠানে বিধায়কের চেয়ার ফাঁকা, তরজায় বাবুল-উজ্জ্বল

শুক্রবার সন্ধ্যায় আসানসোল উৎসবের সূচনা হয় ৷ ঠিক তার আগেই সাংসদ বাবুল সুপ্রিয় সোশাল মিডিয়ায় একটি পোস্ট করেন ৷ যা নিয়ে শুরু হয় বিতর্ক ৷ বাবুল লেখেন, ‘‘আমি যদি গায়ক নাও হতাম, তাও আমি আপনাদের সাংসদ। আসানসোল উৎসবে আমি বাদ যাই কীভাবে?’’

পাশাপাশি তিনি এও লেখেন, এটাই শেষ বছর। আগামী বছর থেকে এই ‘নোংরামি’ তিনি আর হতে দেবেন না। বাবুলের এই পোস্ট ঘিরে আসানসোলজুড়ে বিতর্ক শুরু হয়েছে। যদিও কেন বাবুল সুপ্রিয়কে বাদ দেওয়া হয়েছে, সেই বিষয়ে আসানসোল উৎসব কমিটি মুখ খুলতে চায়নি।

ABOUT THE AUTHOR

...view details