আসানসোল, 19 ফেব্রুয়ারি: আসানসোল উৎসবে আমন্ত্রণ না পেয়ে ক্ষুব্ধ স্থানীয় বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয় ৷ উৎসব শুরুর একদিন আগেই সোশাল মিডিয়ায় উগরে দিলেন ক্ষোভ ৷ এমনকী, আগামী বছর থেকে কার্যত উৎসব বন্ধ করার হুঁশিয়ারি দিলেন তিনি ৷
শুক্রবার থেকে শুরু হল আসানসোল উৎসব। স্থানীয় বাসিন্দাদের কাছে এর জনপ্রিয়তা তুমুল ৷ উৎসবের প্রধান উদ্যোক্তা রাজ্যের মন্ত্রী মলয় ঘটক। 10 দিন ধরে চলে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান ও মেলা ৷ তাতে অংশ নিতে কলকাতা থেকে আসেন নামজাদা শিল্পীরা ৷ ভিড়ও হয় ভালোই ৷
সূত্রের খবর, মূলত মলয় ঘটকের মস্তিষ্কপ্রসূত হলেও আসানসোল উৎসব পরিচালনার জন্য নির্দিষ্ট একটি কমিটি রয়েছে ৷ এই কমিটির সদস্যরাই মূলত শিল্পী ও অতিথিদের আমন্ত্রণ জানান ৷