আসানসোল, 9 অক্টোবর: ফের বিতর্ক ছড়াল যুব তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের ফেসবুক পোস্ট ঘিরে (Asansol TMC leader)। তিনি তাঁর পোস্টে রাজ্যের মন্ত্রী মলয় ঘটক (Moloy Ghatak) ও আসানসোলের তৃণমূল নেতা ভি শিবদাসন দাশুকে জোকার বলে উল্লেখ করেছেন । শুধু তাই নয়, তিনি সালানপুরের প্রভাবশালী তৃণমূল নেতা ভোলা সিং-কে দুর্নীতিবাজের তকমা দিয়েছেন ফেসবুক পোস্টে । বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের এই ফেসবুক পোস্ট ঘিরে তোলপাড় শুরু হয়েছে রাজনৈতিক মহলে ।
নিজের অবস্থানে অনড় তৃণমূল যুব নেতা বিশ্বজিৎ চট্টোপাধ্যায়কে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি দাবি করেছেন, "রাজ্যের মন্ত্রী মলয় ঘটক এবং তাঁর ভাই অভিজিৎ ঘটকের সরাসরি শুভেন্দু অধিকারী সঙ্গে যোগাযোগ রয়েছে । সেই কারণেই মলয় ঘটক এবং অভিজিৎ ঘটক নাকি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কোনও মন্তব্য বা আন্দোলন করেন না ।"
পাশাপাশি আসানসোলের তৃণমূল নেতা ভি শিবদাসন দাশু সম্পর্কে বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের মন্তব্য, "যিনি একটি কাউন্সিলর ভোটে জিতে আসার ক্ষমতা রাখেন না, তাঁর সাতটি দামি গাড়ি, কেরলে দুটি বড় বাড়ি, এমনকী বাড়িতে হাতি পোষার ক্ষমতা থাকে কী করে ? এই আয়ের উৎস কী ?"