আসানসোল, 15 জানুয়ারি : ট্রেনে চেপে ফোনে সামান্য কথা হয়েছিল পরিবারের সঙ্গে । তারপর আর খোঁজ ছিল না । রেল দুর্ঘটনার খবর পেয়ে পরিবারের লোকেরা ময়নাগুড়ি মর্গে গিয়ে শনাক্ত করলেন দেহ । উত্তরবঙ্গের ময়নাগুড়িতে বিকানের-গুয়াহাটি এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনায় (Bikaner Guwahati Express Accident) মৃত্যু হয়েছে আসানসোলের যুবক অজিত প্রসাদের (33) । তিনি অসমের রঙ্গিয়া রেল ডিভিশনের রেল কর্মী ছিলেন । ঘটনার আকস্মিকতায় পরিবারে ও গোটা এলাকা শোকস্তব্ধ ।
আসানসোলের রাধানগর তালপুকুরিয়া এলাকার বাসিন্দা অজিত প্রসাদ 2016 সালে রেলে চাকরি পেয়েছিলেন । বর্তমানে অসমের রঙ্গিয়া রেল ডিভিশনে ট্র্যাকম্যান হিসাবে কর্মরত ছিলেন । তাঁর বিয়ের এখনও একবছরও হয়নি । 2021 সালের মার্চ মাসে বিয়ে করেছিলেন অজিত । এর মধ্যে স্ত্রী অন্তঃসত্ত্বা হয়েছেন ৷ তারই মধ্যেই এমন ঘটনা । পরিবারের লোকেরা তাঁর স্ত্রীকে শনিবার সকাল পর্যন্ত অজিতের মৃত্যুসংবাদ দেননি । অজিতের দুই ভাইপো দেহ নিয়ে বাড়ি ফিরছে ।
অজিতের মৃত্যুর খবর পেয়ে শুক্রবার রাতে তাঁর পাড়াতে যান আসানসোল দক্ষিণ কেন্দ্রের বিধায়ক অগ্নিমিত্রা পাল । সমবেদনা জানান পরিবারকে । পাশাপাশি আশ্বাস দিয়েছেন, রেলের সঙ্গে তিনি কথা বলেছেন । ক্ষতিপূরণের পাশাপাশি অজিতের স্ত্রীকে রেলে চাকরি দেওয়া হবে ।
বৃহস্পতিবার বিকেলে কথা হয়েছিল পরিবারের সঙ্গে । পরিবারের লোকেরা জানান, অজিত জানিয়েছিলেন যে তিনি ওই বিকানের-গুয়াহাটি এক্সপ্রেসে রয়েছেন ৷ জলপাইগুড়ি স্টেশনে চেপেছিলেন । রেল দুর্ঘটনার খবর টিভিতে দেখেই তাঁর সঙ্গে মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করেন পরিবারের লোকজন ৷ কিন্তু ফোন বন্ধ পাওয়া যায় । এতেই উৎকণ্ঠা বাড়ে । রাতেই তাই অজিতের দুই ভাইপো রওনা দেন ময়নাগুড়ির উদ্দেশে । সেখানে ময়নাগুড়ি হাসপাতালের মর্গে গিয়ে তাঁরা শনাক্ত করেন কাকার দেহ ৷