পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

পূর্ব রেলের প্রথম হেলথ কিয়স্ক আসানসোলে - asansol rail health kiosk

আজ আসানসোল রেল স্টেশনে পূর্ব ভারতের প্রথম হেলথ কিয়স্ক উদ্বোধনে উচ্ছ্বসিত এলাকাবাসী ৷

পূর্ব রেলের প্রথম হেলথ কিয়স্ক উদ্বোধন

By

Published : Nov 22, 2019, 9:04 PM IST

আসানসোল, 22 নভেম্বর: পূর্ব রেলের প্রথম হেলথ কিয়স্ক উদ্বোধন হল ৷ মাত্র 50 টাকা থেকে 100 টাকা দিলেই রেলস্টেশনে দাঁড়িয়েই আপনার রক্তচাপ থেকে শুরু করে রক্তে শর্করার পরিমাণ জানা যাবে ৷

আজ আসানসোল রেল স্টেশনে পূর্ব ভারতের প্রথম হেলথ কিয়স্ক উদ্বোধনে এলাকার মানুষ স্বভাবতই খুশি । একটি বেসরকারি সংস্থা দ্বারা পরিচালিত হবে এই রেল কিয়স্ক ।

দেখুন প্রতিবেদন
রেলের DRM সুমিত সরকার জানান, স্বাস্থ্যকর রেল ভ্রমণকে মাথায় রেখেই এই হেলথ কিয়স্ক করা হয়েছে ।

সংস্থার পক্ষ থেকে কেশরী পাণ্ডে বলেন, ''পূর্ব ভারতে প্রথম আসানসোল রেল স্টেশনে এই কিয়স্ক শুরু হল । আগামী দিনে যশিডি, দুর্গাপুর সহ দমদম, হাওড়া ও শিয়ালদা স্টেশনে চালু হবে ।

ABOUT THE AUTHOR

...view details