আসানসোল, 23 জুলাই:পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে নাম জড়িয়েছে আসানসোল কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা মোনালিসা দাসের ৷ এসএসসি নিয়োগ দুর্নীতি-কাণ্ডে গ্রেফতার হয়েছেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় ৷ ওই মামলায় অর্পিতা মুখোপাধ্যায় নামে এক অভিনেত্রীও গ্রেফতার হয়েছেন ৷ তার সঙ্গেই এবার উঠে এলো মোনালিসার নামও ৷ এমনটাই খবর ইডি সূত্রে ৷ আর সেই খবরেই হতবাক আসানসোলে মোনালিসার ভাড়াবাড়ির মালিক (Asansol House Owner Vivek Barman Surprised by Monalisa Das Connections With Partha Chatterjee) ৷
কয়েক বছর আগে আসানসোলের কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে অধ্যাপিকা হিসাবে কাজ শুরু করেছিলেন মোনালিসা ৷ আসানসোলের মহিশীলা ময়দাকল মোড়ে একটি বাড়িতে ভাড়া থাকেন তিনি ৷ সেই বাড়িতে গিয়ে দেখা গেল তালা ঝুলছে। বাড়ির মালিক বিবেক বর্মন জানান, দু’সপ্তাহ আগে মোনালিসা শেষ বার এসেছিলেন এই বাড়িতে ৷ তার পর আর কোনও যোগাযোগ নেই ৷ মাসে মাত্র কয়েকদিন ওই ভাড়া বাড়িতে থাকতেন মোনালিসা ৷ এমনটাই জানিয়েছেন বিবেক ৷ তার সম্পর্কে আর বিশেষ কিছু জানতেন না বলে দাবি বাড়ির মালিকের ৷