আসানসোল, 31 অগস্ট: জটিল রোগ হোক বা ছোটখাটো সমস্যা ৷ মধ্যবিত্ত থেকে গরিব সকলের ভরসা সরকারি হাসপাতাল ৷ এ বার তেমনি একটি সরকারি হাসপাতালে অত্যাধুনিক টেলি মেডিসিন (Telemedicine Process) প্রক্রিয়ায় ব্রেন স্ট্রোকে আক্রান্ত রোগীর চিকিৎসা করা হল ৷ কথা হচ্ছে আসানসোল জেলা হাসপাতালের ৷ টেলি মেডিসিন প্রক্রিয়ার মাধ্যমে এসএসকেএম হাসপাতালের নিউরো হাবের সাহায্য নিয়ে এক বৃদ্ধাকে প্রায় সুস্থ করে তুলেছেন চিকিৎসকরা ৷
এ নিয়ে আসানসোল জেলা হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক গৌতম মণ্ডল জানিয়েছেন, এমন চিকিৎসা পরিষেবা দিয়ে রোগীকে সুস্থ করে তুলতে পেরে, তাঁরা খুশি ৷ তিনি আশা প্রকাশ করেছেন যে, এর পর আগামিদিনে সরকারি হাসপাতালের চিকিৎসার উপর মানুষের ভরসা আরও বাড়বে ৷
উত্তরপ্রদেশের বাসিন্দা নাজমা খাতুন (70) আসানসোলের বস্তিন বাজারে ছেলের কাছে বেড়াতে এসেছিলেন ৷ গতকাল বিকেলে তিনি ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন ৷ মুখ বেঁকে যায় ৷ শরীরের একদিক অবশ হয়ে প্যারালাইজড হয়ে যান তিনি ৷ তাঁকে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে আসা হলে, মেডিক্যাল বিভাগের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক গৌতম মণ্ডল তাঁর সিটি স্ক্যান করিয়ে জানান, নাজমা খাতুনের ব্রেন স্ট্রোক হয়েছে ৷