আসানসোল, 21 সেপ্টেম্বর:"বাড়িতে দুর্গাপুজো ৷ মেয়ে একা সেই কাজ সামলাতে পারবে না ৷ তাই জামিন দেওয়া হোক অনুব্রত মণ্ডলকে ৷" আদালতে অনুব্রতর আইনজীবী এমনই আবেদন করেছিলেন । যদিও সেই আবেদন গৃহীত হল না । দুপক্ষের শুনানি শেষে বিচারক বীরভূম তৃণমূলের জেলা সভাপতিকে পুনরায় জেল হেফাজতেই পাঠান । আদালত পুজোতে ছুটি থাকবে বলে আগামী 29 অক্টোবর ফের এই মামলার শুনানি হবে । সেক্ষেত্রে দুর্গাপুজো, কালীপুজো আসানসোল বিশেষ সংশোধনাগারেই কাটবে অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal)।
বুধবার বেলা 11টা 10 মিনিটে বৃষ্টি মাথায় নিয়েই অনুব্রত মণ্ডলকে আসানসোল সিবিআই আদালতে (Asansol CBI Court) তোলা হয় । সিবিআইয়ের আইনজীবী এ দিন আবারও প্রভাবশালী তত্ত্বে অনুব্রত মণ্ডলের জামিনের আবেদনের বিরোধিতা করেন । পাশাপাশি তাঁরা বলেন, এই মুহূর্তে একেবারে প্রাথমিক স্তরে রয়েছে এই তদন্ত । তাই অনুব্রত মণ্ডলের জামিন হলে এই তদন্তে প্রভাব খাটাতে পারেন তিনি (Anubrata Mondal bail plea rejected)।
অনুব্রতর (Cattle smuggling case) আইনজীবীরা আবেদন করেন, "অনুব্রত মণ্ডলকে জামিন দেওয়া হোক । কারণ এই মামলার অন্যতম মূল অভিযুক্ত সতীশ কুমার জামিনে মুক্ত । অনেক অভিযুক্তকে সমনে ডেকে তাঁদের সেইদিনই জামিন দেওয়া হয়েছে । তাই অনুব্রত মণ্ডলকেও জামিন দেওয়া হোক ।
অনুব্রতর আইনজীবীরা দাবি করেন, বিকাশ মিশ্র জামিন পেয়েছেন এই মামলায় । আবদুল লতিফ ইলামবাজারের গরু পাচারের মূল চক্রী, মন্টু মল্লিক পশুহাট চালাত । এদের সঙ্গে এনামুলের যোগ ছিল । তারা এখনও গ্রেফতার হল না কেন ?"
সতীশ কুমার, এনামুল হক জামিন পেয়েছেন এই মামলাম । এনারুল, গোলাম মোস্তফা এনামুলের সঙ্গে যুক্ত । তানিয়া সান্যাল এবং বাদলকৃষ্ণ সান্যাল এঁদের সঙ্গে সতীশের সঙ্গে যোগ ছিল এই মামলায় । এরা সতীশের কাছ থেকে টাকা সরিয়েছে । রশিদা বিবি এনামুলের স্ত্রী । এঁদের সবার নাম চার্জশিটে আছে । তবু এঁরা জামিনে মুক্ত বা ধরা পড়েনি । অনুব্রত মণ্ডলের নাম চার্জশিটে ছিল না । এঁরা জামিন পেলে অনুব্রত পাবেন না কেন সেই প্রশ্ন তোলেন আইনজীবীরা ৷ তাঁরা এও বলেন, প্রয়োজন অনুব্রত বীরভুম জেলাতেই ঢুকবেন না । সপ্তাহে তিন দিন তিনি নিজাম প্যালেসে হাজিরা দেবেন ।
আরও পড়ুন:এবারের দুর্গাপুজো ও কালীপুজো জেলেই কাটবে অনুব্রতর
সওয়াল জবাবে সিবিআইয়ের আইনজীবী বলেন, অনুব্রতর সঙ্গে দুটি স্বেচ্ছাসেবী সংস্থার যোগসাজশ পাওয়া গিয়েছে । তাতে প্রচুর টাকা পয়সার লেনদেন মিলেছে । এছাড়াও অনেক সম্পত্তির হদিশ মিলেছে । মিলেছে নগদ টাকাও । আরও জেরা করলে বেরিয়ে আসতে পারে নানা তথ্য, তাই তাঁকে জেল হেফাজতেই রাখা হোক ।
অনুব্রতর জামিনের আর্জি খারিজ অন্যদিকে অনুব্রত মণ্ডলের আইনজীবী বলেন, জেলে খাবার-দাবার ও শৌচাগারের যা হাল, তাতে তাঁর মক্কেলের বিশেষ কিছু শারীরিক সমস্যা থাকায় অসুবিধে হচ্ছে । তাই তাঁর জামিন মঞ্জুর করা হোক । যদিও দু পক্ষের শুনানি শেষে বিচারক অনুব্রত মণ্ডলের জামিন খারিজ করেন । নিয়মমাফিক 14 দিন তাঁর জেল হেফাজত হয় । কিন্তু পরপর দুটি তারিখেই দুর্গাপুজো ও দীপাবলীর ছুটির কারণে সিবিআই কোর্ট বন্ধ থাকবে । আগামী 28 অক্টোবর পর্যন্ত আদালত বন্ধ থাকবে । তাই আগামী 29 অক্টোবর অনুব্রত মণ্ডলের পুনরায় শুনানির দিন ধার্য করা হয়েছে । দুর্গাপুজো ও দীপাবলি আসানসোল বিশেষ সংশোধনাগারেই কাটবে অনুব্রত মণ্ডলের ।