পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Sanmarg Chit Fund Case: চিটফান্ড কাণ্ডে সানমার্গ সংস্থার চেয়ারম্যানের বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি আদালতের - Look Out Notice on Soumyrup Bhowmik

সানমার্গ চিটফান্ড মামলায় (Sanmarg Chit Fund Case) সংস্থার চেয়ারম্যান সৌম্যরূপ ভৌমিকের নামে লুক আউট নোটিশ জারি করল আসানসোলের সিজিএম আদালত ৷ অন্যদিকে, এই মামলায় গ্রেফতার হওয়া হালিশহর পৌরসভার চেয়ারম্যান রাজু সাহানিকে আরও 14 দিনের জেল হেফাজত দিলেন বিচারক ৷

Asansol CBI Court Issues Look Out Notice on Soumyrup Bhowmik in Sunmarg Chit Fund Case
Asansol CBI Court Issues Look Out Notice on Soumyrup Bhowmik in Sunmarg Chit Fund Case

By

Published : Oct 15, 2022, 9:05 PM IST

আসানসোল, 15 অক্টোবর: সিবিআই এখনও নিজেদের নাগালে পায়নি বর্ধমান সানমার্গ চিটফান্ড মামলার (Sanmarg Chit Fund Case) মূল অভিযুক্ত সৌম্যরূপ ভৌমিককে ৷ ফলে এ বার আসানসোল সিজিএম আদালত বর্ধমান সানমার্গের চেয়ারম্যান সৌম্যরূপ ভৌমিকের নামে লুক আউট নোটিশ জারি করল (Look Out Notice on Soumyrup Bhowmik) ৷ এই সৌম্যরূপ ভৌমিকের (Soumyarup Bhaumik) সঙ্গে অতীতে হালিশহর পৌরসভার চেয়ারম্যান রাজু সাহানির যোগসূত্র পেয়েছিল সিবিআই ৷ তার পরেই রাজু সাহানি গ্রেফতার হয় ৷ যদিও, মূল অভিযুক্ত সৌম্যরূপ ভৌমিক এখনও পলাতক ৷ তাই তাঁর বিরুদ্ধে শনিবার লুক আউট নোটিশ জারি করেছে আসানসোল সিজিএম আদালত ৷

শনিবার বর্ধমান সানমার্গ প্রতারণা মামলায় হালিশহরের পৌরপ্রধান রাজু সাহানিকে আসানসোল সিজিএম আদালতে তোলা হয় ৷ গত 44 দিন ধরে তিনি প্রথমে সিবিআই এবং পরবর্তী সময়ে বিচারবিভাগীয় হেফাজতে রয়েছেন ৷ যদিও, তাঁর আইনজীবীরা প্রশ্ন তুলেছেন, গত 14 দিন বিচারবিভাগীয় হেফাজতে থাকাকালীন একবারের জন্যও রাজু সাহানি (Raju Sahani)-কে জিজ্ঞাসাবাদ করা হয়নি ৷ অন্যদিকে, তাঁকে হেফাজতে নিয়েও বিশেষ কিছু উদ্ধার করতে পারেনি সিবিআই ৷ তাই রাজু সাহানিকে যে কোনও শর্তে জামিন দেওয়ার আবেদন করা হয় ৷ প্রয়োজনে তিনি নিজের পৌর এলাকায় ঢুকবেন না বলে আদালতে জানান তাঁর আইনজীবী ৷ প্রয়োজনে সিবিআই যখন চাইবে তখন তাঁকে জেরা করতে পারবে ৷ যদিও, বিচারক জামিনের আবেদন খারিজ করে দিয়েছেন ৷

আরও পড়ুন:জামিন খারিজ রাজু সাহানির, 15 অক্টোবর পর্যন্ত ফের জেল হেফাজত

এই রাজু সাহানির তিনটি ব্যাংক অ্যাকাউন্টের হদিশ মিলেছে বিদেশে ৷ হংকং, ব্যাংকক এবং থাইল্যান্ডে সেই ব্যাংক অ্যাকাউন্টগুলি রয়েছে ৷ সেই ব্যাংক অ্যাকাউন্টগুলিতে যে ঠিকানা লেখা হয়েছিল, তা বর্ধমান সানমার্গের চেয়ারম্যান সৌম্যরূপ ভৌমিকের ঠিকানার সঙ্গে মিলেছে বলে দাবি সিবিআই এর ৷ পাশাপাশি, সৌম্যরূপ ভৌমিক যখন পলাতক ছিল, তখন তাঁর ফোন নম্বর ট্র্যাক করা হয়েছিল ৷ সেখান থেকে পাওয়া তথ্য অনুযায়ী, সৌম্যরূপ ভৌমিককে রাজু সাহানি আশ্রয় দিয়েছিল বলেও সিবিআই সূত্রে খবর ৷ এ দিন রাজু সাহানিকে ফের 14 দিনের বিচারবিভাগীয় অর্থাৎ, জেল হেফাজতে পাঠানো হয়েছে ৷ মামলার পরবর্তী শুনানি 29 অক্টোবর ৷

ABOUT THE AUTHOR

...view details