আসানসোল, 29 মার্চ : বিজেপি সমর্থকদের হুমকি দেওয়ার অভিযোগ পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর বিরুদ্ধে ৷ সোশ্যাল মিডিয়ায় সেই হুমকি ভিডিয়ো ভাইরাল হয়েছে (Threat Video of Pandaveshwar MLA Goes Viral) ৷ অভিযোগ কট্টর বিজেপি সমর্থকদের ভয় দেখানোর নির্দেশ দিয়েছেন তিনি ৷ যার পালটা তৃণমূল বিধায়ককে জেলের হাওয়া খাওয়ানোর হুঁশিয়ারি দিয়েছেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি ৷ তৃণমূল বিধায়কের ভাইরাল হুমকি ভিডিয়োটির যদিও সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত ৷
আসানসোল লোকসভা উপনির্বাচন (Asansol By Election 2022) উপলক্ষে কর্মিসভা করছিলেন নরেন্দ্রনাথ চক্রবর্তী ৷ সেখানেই তৃণমূল কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘‘যাঁরা কট্টর বিজেপি, যাঁদের টলানো যাবে না ৷ তাঁদের চমকাতে হবে ৷ বলবেন আপনি যদি ভোট দিতে যান, তাহলে আমরা ধরে নেব আপনি বিজেপিকে ভোট দেবেন ৷ ভোটের পর আপনি কোথায় থাকবেন, সেটা আপনার রিস্ক ৷ আর যদি ভোট দিতে না যান, তাহলে আমরা ধরে নেব আপনি আমাদের সমর্থন করছেন ৷ আপনি চাকরি করুন, ব্যবসা করুন, বাণিজ্য করুন ৷ আমরা আপনার সঙ্গে আছি ৷’’