পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Asansol By Election 2022: পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়কের হুমকি ভিডিয়ো ভাইরাল, পালটা হুমকি জিতেন্দ্রর - Threat Video of Pandaveshwar MLA Goes Viral

কট্টর বিজেপি সমর্থকদের ভয় দেখাতে নির্দেশ পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়কের ৷ সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে (Threat Video of Pandaveshwar MLA Goes Viral), যা নিয়ে পালটা তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীকে হুঁশিয়ারি দিয়েছেন জিতেন্দ্র তিওয়ারি ৷

Pandaveshwar News
Asansol Bye Election 2022 Threat Video of Pandaveshwar MLA Goes Viral

By

Published : Mar 29, 2022, 9:39 AM IST

Updated : Mar 29, 2022, 10:39 AM IST

আসানসোল, 29 মার্চ : বিজেপি সমর্থকদের হুমকি দেওয়ার অভিযোগ পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর বিরুদ্ধে ৷ সোশ্যাল মিডিয়ায় সেই হুমকি ভিডিয়ো ভাইরাল হয়েছে (Threat Video of Pandaveshwar MLA Goes Viral) ৷ অভিযোগ কট্টর বিজেপি সমর্থকদের ভয় দেখানোর নির্দেশ দিয়েছেন তিনি ৷ যার পালটা তৃণমূল বিধায়ককে জেলের হাওয়া খাওয়ানোর হুঁশিয়ারি দিয়েছেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি ৷ তৃণমূল বিধায়কের ভাইরাল হুমকি ভিডিয়োটির যদিও সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত ৷

আসানসোল লোকসভা উপনির্বাচন (Asansol By Election 2022) উপলক্ষে কর্মিসভা করছিলেন নরেন্দ্রনাথ চক্রবর্তী ৷ সেখানেই তৃণমূল কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘‘যাঁরা কট্টর বিজেপি, যাঁদের টলানো যাবে না ৷ তাঁদের চমকাতে হবে ৷ বলবেন আপনি যদি ভোট দিতে যান, তাহলে আমরা ধরে নেব আপনি বিজেপিকে ভোট দেবেন ৷ ভোটের পর আপনি কোথায় থাকবেন, সেটা আপনার রিস্ক ৷ আর যদি ভোট দিতে না যান, তাহলে আমরা ধরে নেব আপনি আমাদের সমর্থন করছেন ৷ আপনি চাকরি করুন, ব্যবসা করুন, বাণিজ্য করুন ৷ আমরা আপনার সঙ্গে আছি ৷’’

আরও পড়ুন : Agnimitra on Shatrughan : "বিহারে নিজের বাড়ির লোকই ওঁকে ভোট দেননি ; শত্রুঘ্নকে কটাক্ষ অগ্নিমিত্রার

বিজেপি সমর্থকদের ভয় দেখানোর নিদান দেওয়ার এই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ৷ যা নিয়ে পালটা নরেন্দ্রনাথ চক্রবর্তীকে হুঁশিয়ারি দিয়েছেন আসানসোলের দাপুটে বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি ৷ পাশাপাশি, আসানসোলের বিজেপি সমর্থকরা ভোট দেওয়ার সুযোগ পেলে যে তৃণমূল হারবে, তা স্পষ্ট বলে মনে করেন আসানসোলের প্রাক্তন মেয়র ৷ তিনি বলেন, ‘‘এ ধরনের হুমকি না দিলেই ভাল হয় ৷ উনি তো অনুব্রত মণ্ডলের শিষ্য ৷ অনুব্রত মণ্ডলকে কিছু দিনের মধ্যেই জেলে যেতে হবে ৷ আর উনি এ ধরনের হুমকি দেওয়া বন্ধ না করলে, ওনাকেও জেলে যেতে হবে ৷ কারণ, অনুব্রতর সঙ্গে দুু-একজনকে লাগবে লুডো খেলার জন্য ৷’’

Last Updated : Mar 29, 2022, 10:39 AM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details