আসানসোল, 8 জুলাই : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন দ্বিতীয় এনডিএ সরকারের মন্ত্রিসভায় গতকাল ব্যাপক রদবদল ঘটেছে ৷ যেখানে 12 জন মন্ত্রীর পাশাপাশি একাধিক রাষ্ট্রমন্ত্রীকে পদত্যাগ করতে হয়েছে ৷ যাঁদের মধ্যে অন্যতম 2014 সাল থেকে আসানসোল লোকসভার সাংসদ বাবুল সুপ্রিয় ৷ 2014 সালে সাংসদ নির্বাচিত হয়েই রাষ্ট্রমন্ত্রী হয়ে মোদির মন্ত্রিসভার সদস্য হয়েছিলেন ৷ 2019 লোকসভায় বিপুল ভোটে জেতার পর তাঁকে ফের রাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয় ৷ কিন্তু, বিধানসভা নির্বাচনে তাঁর লোকসভা কেন্দ্রে বিজেপি মাত্র 2টি আসন পেয়েছে ৷ আর তার পরপরই এই রদবদলে বাবুল সুপ্রিয়’র রাষ্ট্রমন্ত্রী পদে কোপ ৷
বাবুলের মন্ত্রিত্ব খোয়ানো নিয়ে আসানসোলের রাজনীতিতে শুরু হয়েছে জোর চর্চা ৷ হতাশ আসানসোল বিজেপির নেতৃত্ব এ নিয়ে বিশেষ কোনও মন্তব্য করতে নারাজ ৷ তবে, পশ্চিম বর্ধমান জেলার বিজেপির সহ সভাপতি শিবরাম বর্মন জানিয়েছেন, ‘‘আসানসোলবাসী হিসেবে আমরা হতাশ ৷ কারণ ওনার মতো দু’বারের সাংসদ এবং সফল মন্ত্রীকে আমরা পেয়েছিলাম ৷ আগামিদিনে হয়তো আসানসোল বঞ্চিত হতে পারে ৷ তবে, দলীয় কর্মী হিসেবে বলব, দল যা সিদ্ধান্ত নিয়েছে তা আমরা মেনে নেব ৷ এ বিষয়ে কোনও মন্তব্য করব না’’ ৷
যদিও, বিজেপি নেতা তথা আসানসোলের প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারি বলেন, ‘‘উনি (বাবুল সুপ্রিয়) আসানসোলকে অনেক দিয়েছেন এবং আগামী দিনেও আসানসোলকে অনেক কিছু দেবেন ৷ সাংগঠনিক স্তরে বাবুল সুপ্রিয়র অনেক কিছু দেওয়ার আছে আসানসোল বিজেপিকে ৷ আর আমি দেখেছি বাংলার রাজনীতি নিয়ে ওনার উৎসাহ বেশি রয়েছে’’ ৷