আসানসোল, 26 অগস্ট: বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) গরুপাচার মামলায় (West Bengal Cattle Snuggling Case) সিবিআই (CBI)-এর হাতে গ্রেফতার হয়ে বর্তমানে বন্দি রয়েছেন আসানসোল সংশোধনাগারে (Asansol Jail) ৷ সংশোধনাগারের (Asansol Special Correctional Home) ভিতরের হাসপাতালেই দিন কাটছে কেষ্টর ৷ এদিকে, শুক্রবার ছিল কৌশিকী অমাবস্যা (Kaushiki Amavasya) ৷ সেই উপলক্ষে বীরভূমের তারাপীঠজুড়ে ছিল উৎসবের মেজাজ ৷ প্রতি বছর এই দিনে নিজের মতো করে পুজোর আনন্দে সামিল হন অনুব্রতও ৷ কিন্তু, এবারের পরিস্থিতি একেবারে আলাদা ৷ চাইলেও তারা মায়ের কাছে ছুটে আসার উপায় নেই তাঁর একনিষ্ঠ ভক্ত কেষ্টর ৷ কিন্তু, তা বলে কি পুজোর দিনে ন্যূনতম নিয়মটুকুও মানবেন না তিনি ? তেমনটা হতে দেননি অনুব্রত ৷ জেল সূত্রে জানা গিয়েছে, কৌশিকী অমাবস্যা উপলক্ষে এদিন শুধুমাত্র নিরামিষ খাবার খেয়েছেন তিনি ৷
জেলের এক সূত্র মারফতই জানা গিয়েছে, এদিন মন ভালো ছিল না কেষ্টর ৷ অন্যদিকে দুপুরের খাবারে আসানসোল সংশোধনাগারের শুক্রবারের মেনুতে ছিল ভাত, ডাল, সবজি ও ডিমের ঝোল ৷ অনুব্রত জেল কর্তৃপক্ষকে জানান, প্রতিবছর কৌশিকী অমাবস্যায় তারা মায়ের পুজো করেন ৷ তাই এদিন তিনি ডিম খাবেন না ৷ দুপুরে শুধুমাত্র ডাল আর সবজি দিয়েই ভাত মেখে খান অনুব্রত মণ্ডল ৷