আসানসোল, 7 সেপ্টেম্বর : 14 দিনের বিচারবিভাগীয় হেফাজত শেষে অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal) বুধবার আসানসোল বিশেষ সিবিআই আদালতে (Asansol Special CBI Court) তোলা হল । একদিকে যখন রাজ্যের মন্ত্রী মলয় ঘটকের (Bengal Minister Malay Ghatak) বাড়িতে সিবিআই হানা, তখন আসানসোল সংশোধনাগার থেকে অনুব্রত মণ্ডলকে আসানসোল সিবিআই (CBI) আদালতে তোলা হল ।
মঙ্গলবারই তাঁকে জেরা করা হয়েছিল সিবিআই । তাতে বেশ কিছু প্রশ্নের উত্তর দিয়েছিলেন অনুব্রত মণ্ডল বলে সিবিআই সূত্রে জানা গিয়েছে । পাশাপাশি গত কয়েকদিন ধরে যে বিপুল সম্পত্তির হদিশ মিলেছে, সেসব তথ্য আজ কোর্টে পেশ করবে সিবিআই । অন্যদিকে অনুব্রতর জামিনের আবেদনেরও বিরোধিতা করবে সিবিআইয়ের আইনজীবী ।