পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Paray Paray Didibhai : আসানসোলবাসীদের জন্য অগ্নিমিত্রার পাড়ায় পাড়ায় দিদিভাই ! - পাড়ায় পাড়ায় দিদিভাই

সরকারি সুবিধা মানুষকে পাইয়ে দিতে অগ্নিমিত্রা পাল নিয়ে এল 'পাড়ায় পাড়ায় দিদিভাই' কর্মসূচি (Agnimitra Paul's new initiative Paray Paray Didibhai) ৷ প্রতিদিনই তাঁর নিজস্ব বিধানসভায় বিভিন্ন পাড়ায় তিনি যাচ্ছেন এবং পাড়ার মোড়ে বসছেন বিজেপি কার্যকর্তাদের নিয়ে । এরপর মানুষের সমস্যার কথা শুনছেন তিনি (BJP MLA Agnimitra Paul) ।

Agnimitra Paul's new initiative Paray Paray Didibhai
Paray Paray Didibhai

By

Published : May 24, 2022, 9:38 PM IST

আসানসোল, 24 মে : কারোর বাড়িতে জলের সংযোগ নেই, কারোর পাড়া আবার আবর্জনায় ভর্তি। কেউ পায়নি লক্ষ্মীর ভান্ডার, আবার কারোর আসেনি স্বাস্থ্যসাথী কার্ড । রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প থেকে বহু মানুষ এখনও বঞ্চিত হয়ে আছে । তাদের অভিযোগ 'দুয়ারে সরকার' কিংবা 'পাড়ায় সমাধান' শিবিরে গিয়েও কোনও কাজ হয়নি । এবার সেই বঞ্চিত মানুষদের জন্যই বিজেপি বিধায়কের কর্মসূচি 'পাড়ায় পাড়ায় দিদিভাই' (Agnimitra Paul's new initiative Paray Paray Didibhai)।

বিভিন্ন পাড়ায় তিনি যাচ্ছেন এবং পাড়ার মোড়ে বসছেন বিজেপি কার্যকর্তাদের নিয়ে

যে সমস্ত বঞ্চিত মানুষ সরকারি প্রকল্পের সুবিধা পায়নি তাদের জন্য এবার লড়াই করবেন অগ্নিমিত্রা পাল । রাজ্য সরকারের প্রকল্প মানুষকে পাইয়ে দিতে উদ্যোগী ভূমিকা বিজেপি বিধায়কের (BJP MLA Agnimitra Paul)। আসানসোল দক্ষিণ বিধানসভা বিধায়ক অগ্নিমিত্রা পালের নতুন উদ্যোগ 'পাড়ায় পাড়ায় দিদিভাই' । প্রতিদিনই তাঁর নিজস্ব বিধানসভায় বিভিন্ন পাড়ায় তিনি যাচ্ছেন এবং পাড়ার মোড়ে বসছেন বিজেপি কার্যকর্তাদের নিয়ে । এরপর মানুষের সমস্যার কথা শুনছেন । এর মধ্যে যেকোনও সমস্যাই হতে পারে, পৌরনিগম সংক্রান্ত সমস্যা, রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প সংক্রান্ত সমস্যা, এমনকি কারোর ব্যক্তিগত সমস্যা ।

আসানসোল দক্ষিণ বিধানসভায় অগ্নিমিত্রা পালের এই নতুন উদ্যোগ

অগ্নিমিত্রা পাল শুনছেন, তারপর সমস্যাগুলি তাঁর ডায়েরিতে নোট করে নিচ্ছেন । উপভোক্তার ফোন নম্বর নিয়ে রাখছেন, সঙ্গে আশ্বাস দিচ্ছেন ৷ নিজের বিধায়কের এক্তিয়ারভুক্ত যে সমস্ত কাজ রয়েছে তা তিনি তৎক্ষণাৎ করে দিচ্ছেন বা সমাধান করার চেষ্টা করছেন । বাকি সংশ্লিষ্ট দফতরে গিয়ে করাবেন বলে জানিয়েছেন তিনি । অগ্নিমিত্রা পাল বলেন "মানুষের প্রচুর সমস্যা । সে সমস্ত সমস্যার কথা আমাকে বলছে । আমি সেই সমস্যাগুলো নিয়ে এরপর পৌরনিগমের যাব, প্রয়োজনে মহকুমা শাসকের সঙ্গে দেখা করব । প্রশাসনিক দফতর যেখানে বিষয়টি নিয়ে যাওয়া দরকার সেখানে সেই বিষয় নিয়ে লড়াই করে মানুষের কাছে সরকারি সুযোগ সুবিধা এনে দেওয়ার চেষ্টা করব ।"

সরকারি সুবিধা মানুষকে পাইয়ে দিতে পাড়ায় পাড়ায় দিদিভাই কর্মসূচি

একদিকে যখন বিজেপির অন্যান্য নেতা-নেত্রীরা রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প নিয়ে সমালোচনায় মশগুল ৷ সেখানে বাসিন্দাদের কাছে রাজ্য সরকারের প্রকল্পের সুবিধা পৌঁছে দিতে 'পাড়ায় পাড়ায় দিদিভাই' প্রকল্প নিয়ে এসেছেন অগ্নিমিত্রা । তবে বিষয়টিকে কটাক্ষ করতে ছাড়েননি তৃণমূল নেতারা । তৃণমূল স্থানীয় কাউন্সিলর তথা শিক্ষাসেলের রাজ্য সভাপতি অশোক রুদ্র জানান "এসব ব্যাপার নিয়ে ওনাকে ভাবতে হবে না । উনি তো সবই কপি পেস্ট করেন । আমাদের পাড়ায় পাড়ায় সমাধান বা দুয়ারে সরকারের নকল করে মানুষের মন জয় করার চেষ্টা করছেন উনি । সরকার মানুষের কাছে বিভিন্নভাবে ঠিক তার প্রকল্প পৌঁছে দেবে । তার জন্য কোন বিজেপি বিধায়কের প্রয়োজন নেই। উনি নিজের কাজটুকু করুন, তাতেই আমরা খুশি হব ।"

'পাড়ায় পাড়ায় দিদিভাই' কর্মসূচি

আরও পড়ুন :Tribal Film Festival 2022 : অভিনয়ে সাফল্যের মন্ত্র প্যাশন ও ধৈর্য, আদিবাসী চলচ্চিত্র উৎসবের মঞ্চে বার্তা শত্রুঘ্ন’র

তবে বিজেপি বিধায়কের এমন উদ্যোগ দেখে এলাকার মানুষ খুশি । এর আগে কোনও বিধায়ক এমনভাবে এলাকায় এসে বসে থেকে মানুষের সমস্যার কথা শুনতে কখনও দেখা যায়নি বলেই দাবি এলাকাবাসীদের ।

ABOUT THE AUTHOR

...view details