আসানসোল, 8 নভেম্বর : দীর্ঘ কয়েক দশক ধরে দামোদরের উপর একটি পাকা সেতু নির্মাণের দাবি করে আসছেন পশ্চিম বর্ধমান ও বাঁকুড়া জেলার বাসিন্দারা ৷ তাঁদের বক্তব্য, প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে নৌকায় নদী পারাপার করতে হচ্ছে ৷ তাই দ্রুত পদক্ষেপ না করা হলে যেকোনও দিন বড় কোনও দুর্ঘটনা ঘটে যেতে পারে ৷ ঝুঁকির পারাপারের সাক্ষী হলেন আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পলও (Agnimitra Paul) ৷ সরব হলেন সেতু তৈরির দাবিতে ৷ অন্যদিকে, আসানসোল দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষ (Asansol Durgapur Development Authority) তথা আড্ডা-র (ADDA) চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, সেতু তৈরির জন্য জমি জরিপের কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ৷
আরও পড়ুন :Sand Mafia Arrested: পটনায় বালি মাফিয়া পারভেজকে গ্রেফতার করল বাংলার পুলিশ
রোজের কাজে বহু মানুষকে প্রতিদিন দামোদর পারাপার করতে হয় ৷ কারণ, ঘুরপথে যাতায়াত একইসঙ্গে সময় সাপেক্ষ ও ব্যয়বহুল ৷ এক্ষেত্রে আমজনতার একমাত্র ভরসা নৌকা ৷ তাতে নিরাপত্তার ন্যূনতম বন্দোবস্ত নেই ৷ ঝুঁকি জেনেও নৌকায় চাপে উপচে পড়া ভিড় ৷ সঙ্গে চাপানো হয় সাইকেল, মোটরবাইক থেকে শুরু করে সবজি, আনাজের বস্তা ৷ বাঁকুড়া থেকে সরাসরি পশ্চিম বর্ধমানের আসানসোলে যাতায়াতের এটাই সবথেকে সহজ উপায় ৷ আমজনতার দুর্ভোগের সাক্ষী থাকতে দামোদরের পাড়ে হাজির হয়েছিলেন আসনসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল ৷
অগ্নিমিত্রা জানিয়েছেন, বিষয়টি নিয়ে ইতিমধ্যেই কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী নীতীন গড়কড়ির শরণাপন্ন হয়েছেন তিনি ৷ কিন্তু, এক্ষেত্রে কেন্দ্রীয় মন্ত্রীর কিছুই করার নেই ৷ রাজ্য সরকারকেই দ্রুত ব্যবস্থা নিতে হবে ৷ এমনকী, সংবাদমাধ্যমের মাধ্যমে সেতু তৈরির জন্য মুখ্যমন্ত্রীর কাছে জোড়হাতে আর্তিও জানান তিনি ৷ যদিও বিধায়কের এই আচরণে ক্ষুব্ধ ভুক্তভোগীদেরই একাংশ ৷ এমনকী, তাঁদের কেউ কেউ অগ্নমিত্রাকে কটাক্ষ করতেও ছাড়েননি ৷ তেমনই একজন বলেন, ‘‘তিনি তো শুধু ছবি তোলাতে আসেন ৷ মানুষকে বিপদ থেকে রক্ষা করতে চাইলে তিনি সকলের জন্য সেফটি জ্যাকেটের ব্যবস্থা করতে পারতেন ৷ মানুষ যাতে ঠাসাঠাসি করে নৌকায় না ওঠে, সেই বিষয়ে সকলকে সচেতন করতে পারতেন ৷ কিন্তু, সেসব তিনি কিছুই করেননি ৷’’
ঝুঁকি জেনেও নৌকায় উপচে পড়ে ভিড় ৷ আরও পড়ুন :Enforcement Branch Raid: সবজি ও মাছ বাজারের অগ্নিমূল্য নিয়ন্ত্রণে দুর্গাপুরে অভিযান ইবি’র
অন্যদিকে, আড্ডার চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘সেতু তৈরির জন্য ইতিমধ্যেই জমি জরিপের কাজ শুরু হয়ে গিয়েছে ৷ সেতুর অনেক বাজেট ৷ রাজ্য সরকার আগামী দিনে অবশ্যই সেতু তৈরি করবে ৷’’ প্রসঙ্গত, সেতু তৈরির খরচ নিয়ে মুখ্যমন্ত্রীর ভূমিকার সমালোচনা করেছেন অগ্নিমিত্রা ৷ তাঁর বক্তব্য, ‘‘মুখ্যমন্ত্রী বিভিন্ন খাতে কোটি কোটি টাকা খরচ করছেন ৷ অথচ এখানে সেতু তৈরি হচ্ছে না ৷ এরপর আমরা ধর্নায় বসতে বাধ্য হব ৷’’ এর জবাবে তাপস বলেন, ‘‘বিধায়ক যা বলছেন, সেটা ঠিক নয় ৷ ক্লাবগুলির পরিকাঠামো উন্নয়ন, ধর্মীয় আচার পালনের জন্য অনুদানের প্রয়োজন ৷ মুখ্যমন্ত্রী সেটাই করছেন ৷’’