পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : May 30, 2022, 4:12 PM IST

ETV Bharat / city

Agnimitra on Viral Audio : ভাইরাল অডিয়োর সত্যতা স্বীকার অগ্নিমিত্রার, মন্তব্যে নারাজ জিতেন্দ্র

জিতেন্দ্র তিওয়ারিকে নিয়ে প্রশ্ন করা মহিলা কণ্ঠস্বর তাঁরই ৷ স্বীকার করে নিলেন আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পল (Agnimitra Paul Acknowledges The Authenticity of Her Viral Audio) ৷ জানালেন, জন সমর্থন থাকা সত্ত্বেও লোকসভা উপনির্বাচনে হারের কারণে দায়িত্বপ্রাপ্ত নেতাদের ভূমিকা খতিয়ে দেখছিলেন তিনি ৷

Agnimitra Paul Acknowledges The Authenticity of Her Viral Audio
Agnimitra Paul Acknowledges The Authenticity of Her Viral Audio

আসানসোল, 30 মে : ভাইরাল অডিয়োর সত্যতা স্বীকার করলেন অগ্নিমিত্রা পল (Agnimitra Paul Acknowledges The Authenticity of Her Viral Audio) ৷ জানালেন, লোকসভা উপনির্বাচনে জিতেন্দ্র তিওয়ারির ভূমিকা কী ছিল ? তা তিনি জানতে চেয়েছিলেন ৷ তাঁর মতে, মানুষের সমর্থন বিজেপির সঙ্গে ছিল ৷ তা সত্ত্বেও তিনি হেরে যান ৷ তাই বিজেপির হয়ে ভোটের দায়িত্বে থাকা জিতেন্দ্র তিওয়ারির ভূমিকা নিয়ে জানতে চেয়ছিলেন অগ্নিমিত্রা পল ৷ আর যে জিতেন্দ্র তিওয়ারিকে নিয়ে এত আলোচনা, তিনি এ নিয়ে কোনও মন্তব্য করতে চাননি ৷ তবে, অগ্নিমিত্রা পলের এই ভাইরাল অডিয়ো প্রসঙ্গকে তেমন গুরুত্ব দিতে নারাজ তৃণমূল ৷ তৃণমূলের আসানসোল নেতৃত্বের দাবি, জিতেন্দ্র তিওয়ারি কোনও ফ্যাক্টরই ছিল না উপনির্বাচনে ৷

রবিবার থেকে একটি মহিলা কণ্ঠস্বরের অডিয়ো ক্লিপ ভাইরাল হয় ৷ যেখানে শোনা যায়, আসানসোল লোকসভা উপনির্বাচনে জিতেন্দ্র তিওয়ারির ভূমিকা কী ছিল ? তা জিজ্ঞাসা করছেন এক মহিলা ৷ বলা হচ্ছিল সেই কণ্ঠস্বর ছিল উপনির্বাচনে বিজেপির প্রার্থী অগ্নিমিত্রা পলের ৷ আর এ বার তিনি তা স্বীকারও করে নিলেন ৷ জানালেন, ‘‘হ্যাঁ আমি প্রশ্ন করেছি, যে তাঁর ভূমিকাটা কী ছিল ? কারণ, মানুষের যা সমর্থন ছিল, যা হাওয়া ছিল তাতে আমাদের বিশ্বাস ছিল অন্তত 30-40 হাজার ভোটে হলেও আমরা জিতব ৷ যে ফলাফল হল, নিশ্চিত ছাপ্পা তো হয়েছেই ৷ বুথেও আমরা লোক বসাতে পারিনি অনেক জায়গায় ৷ কিন্তু, এটা ভাইরালের কোনও ব্যপার নয় ৷ আমি জানতে চেয়েছি, যে নেতৃত্বরা দায়িত্বে ছিলেন ৷ তাঁদের আসলে রোলটা কী ছিল ? কারণ, সামনেই 24’র ভোট ৷ যেই ভোটে দাঁড়ান, এরাই তো নেতৃত্বে থাকবেন ৷’’

আরও পড়ুন : Audio Clip of Aginmitra : ভোটে জিতেন্দ্র তিওয়ারির ভূমিকা কী ? প্রশ্নকর্তা অগ্নিমিত্রা পল! ভাইরাল অডিয়ো ক্লিপ নিয়ে বিতর্ক

যদিও এ নিয়ে কোনও মন্তব্য করতে চাননি জিতেন্দ্র তিওয়ারি ৷ শুধু জানিয়েছেন, যদি কিছু বলতে হয়, তা তিনি বিজেপি রাজ্য নেতৃত্বকেই বলবেন ৷ আর অগ্নিমিত্রা পল প্রসঙ্গে তাঁর জবাব, প্রয়োজন হলে তিনি ফোনে আসানসোল দক্ষিণের বিধায়কের সঙ্গে যোগাযোগ করে নেবেন ৷ কিন্তু, সংবাদমাধ্যমে কোনও মন্তব্য তিনি করবেন না ৷

ভাইরাল অডিয়োর সত্যতা স্বীকার অগ্নিমিত্রার

যদিও, পুরো বিষয়টিকে হাস্যকর বলে উড়িয়ে দিয়েছে তৃণমূল নেতৃত্ব ৷ তৃণমূলের রাজ্য নেতা ভি শিবদাশন দাশু জানিয়েছেন, ‘‘যিনি হেরে যান, তাঁকে সহ্য করতে হয় ৷ উনি এত পাগল হচ্ছেন কেন ? আর জিতেন্দ্র আমাদের দলের নেতা ছিল, মেয়র ছিল, বিধায়ক ছিল ৷ ওনারা স্বাগত জানিয়ে দলে নিয়ে গেছে ৷ ভেবেছিল জিতেন্দ্র তৃণমূলের কাছে বড় ফ্যাক্টর ৷ আমাদের কাছে কোনও ফ্যাক্টর নয় জিতেন্দ্র তিওয়ারি ৷ সেটা আমরা দেখিয়েছি ৷ জিতেন্দ্র তিওয়ারি ওনার পক্ষে থাকুন বা বিপক্ষে, আমরা তিন লাখ ভোটেই জিততাম ৷’’

ABOUT THE AUTHOR

...view details