আসানসোল, 10 সেপ্টেম্বর: ন্যাশনাল রিসার্চ রিপোর্ট ব্যুরো সম্প্রতি তাদের রিপোর্টে জানিয়েছে যে ভারতবর্ষে আত্মহত্যা নিরিখে তৃতীয় স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ ৷ শহর হিসেবে উঠে এসেছে আসানসোলের নাম । আত্মহত্যা নিরিখে আসানসোল দেশের মধ্যে দ্বিতীয় স্থানে । কিন্তু, কেন এত আত্মহত্যার ঘটনা ঘটছে? আর এই পরিস্থিত থেকে উদ্ধারের রাস্তাই বা কী? এই বিষয়ে নিজেদের মতামত জানালেন মনোরোগ বিশেষজ্ঞ চিকিৎসক দেবীপ্রসাদ রায়চৌধুরি ও বিশিষ্ট চিকিৎসক ও লেখক অরুণাভ সেনগুপ্ত৷
চিকিৎসকরা বললেন, নিজের অসহায়তা বা অবসাদের কথা জানাতে হবে কাছের জনকে । বন্ধু, আত্মীয় বা অন্য কেউ, মনের কাছের কেউ প্রত্যেকের থাকা উচিত । যার কাছে সব কথা সহজে অকপটে বলা যায় । তাহলেই আত্মহত্যার প্রবণতা কমবে ৷
চিকিৎসক অরুণাভ সেনগুপ্ত বলেন, "আত্মহত্যা অনেকাংশে বংশগত । পৃথিবীতে এমন অনেক উদাহরণ রয়েছে, যাঁরা মানসিকভাবে শক্তিশালী হয়েও আত্মহত্যা করেছেন ৷ এরা জিনগত "রোগে"র স্বীকার বলছেন বিজ্ঞানীরা ৷ তবে মানসিক অবসাদ অন্যের সঙ্গে ভাগ করে নেওয়া খুব প্রয়োজন । সে ক্ষেত্রে বন্ধু, সামাজিকতা, এগুলি আত্মহত্যাকে দূরে রাখতে সক্ষম ।"