আসানসোল, 17 মে : জার্মানিতে আইএসএসএফ জুনিয়র শুটিং বিশ্বকাপে (ISSF Junior Shooting World Cup) রুপো জয় জিতে ফিরল আসানসোলের কিশোর শুটার অভিনব সাউ (Abhinav Shaw wins silver in ISSF Junior Shooting World Cup) ৷ আজ সকালে রাজধানী এক্সপ্রেসে আসানসোলে নামে সে ৷ আর তারপরই তাকে ঘিরে উচ্ছ্বাসে ফেটে পড়লেন আসানসোলবাসী ৷ জাতীয় পতাকা, ঢাক-ঢোল বাজিয়ে তাকে স্বাগত জানাল সকলে ৷ উপস্থিত ছিলেন আসানসোল রাইফেল ক্লাবের সদস্যরা ৷
জার্মানিতে সদ্যসমাপ্ত হওয়া আইএসএসএফ জুনিয়র শুটিং বিশ্বকাপের 10 মিটার এয়ার রাইফেল বিভাগে রুপো জিতেছে অভিনব সাউ ৷ মাত্র 14 বছর বয়সেই তাক লাগিয়েছে সে ৷ অভিনব সাউ জানিয়েছে, ‘‘প্রথমবার এত বড় প্রতিযোগিতায় যাওয়া ৷ তাই একটু নার্ভাস ছিলাম ৷ পরে সব ঠিক হয়ে গেল ৷ আগামীতেও আমার এই সাফল্য ধরে রাখার চেষ্টা করব ৷’’