আসানসোল, 3 সেপ্টেম্বর : এবার কোরোনার থাবা আসানসোল পৌরনিগমে । আসানসোল পৌরনিগমের BJP কাউন্সিলর সহ পৌরনিগমের 7 জন পৌরকর্মী কোরোনায় আক্রান্ত । তাঁদের মধ্যে রয়েছেন একজন আধিকারিক, একজন ইঞ্জিনিয়র, একজন স্যানিটারি ইন্সপেক্টর, দু'জন মহিলা পৌরকর্মী সহ মোট সাতজন ।
মঙ্গলবার থেকে আসানসোল পৌরনিগমে কোরোনা পরীক্ষার শিবির বসানো হয় । সেই শিবিরে সমস্ত পৌরনিগমের কর্মীদের এবং উপস্থিত কাউন্সিলারদের লালারস সংগ্রহ করা হয় ৷ পরে পরীক্ষার জন্য পাঠানো হয় । আর তারপরই একজন BJP কাউন্সিলর সহ 7 পৌরকর্মীর শরীরে ধরা পড়ে কোরোনা সংক্রমণ ৷ পৌরনিগম সূত্রে খবর, কোরোনায় আক্রান্তদের ইতিমধ্যেই চিকিৎসা শুরু হয়েছে ।