আসানসোল, 8 জুলাই : বরাকর ফাঁড়িতে পুলিশ হেফাজতে মৃত্যুর ঘটনায় 5 জন পুলিশ আধিকারিককে সাসপেন্ড করার পাশাপাশি আরও 5 জন সিভিক ভলান্টিয়ারকে বরখাস্ত করা হল । তদন্ত সম্পূর্ণ হলে এই 10 জন পুলিশ আফিসার এবং সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে পদক্ষেপ করবে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট ৷
জানা গিয়েছে, বরাকর ফাঁড়ির আইসি অমরনাথ দাস-সহ এসআই প্রশান্ত পাল, সুভাষ দাস, এসআই (আর্মড) আলি রেজা ও এএসআই সরোজকুমার তিওয়ারিকে সাসপেন্ড করা হয়েছে ৷ পাশাপাশি সিভিক ভলান্টিয়ার রবি রাম, কার্তিক রুইদাস, মন্নু যাদব, পুষ্পল বন্দ্যোপাধ্যায় এবং রঞ্জিত সাউকে আপাতত সরানো হয়েছে । আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট তদন্ত শুরু করেছে ৷ তদন্ত শেষ হলেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে ।
গত কয়েকদিন ধরে বরাকরে চুরি-ছিনতাইয়ের ঘটনা বাড়ছিল ৷ এমনই এক চুরির ঘটনার কিনারা করতে গিয়েই মহম্মদ আরমান আনসারি নামে এক যুবককে আটক করেছিল কুলটি থানার অন্তর্গত বরাকর ফাঁড়ির পুলিশ । পরে জানা যায় শ্যামল বাউরি নামে আরও একজনকে আটক করে পুলিশ । আটক দুই যুবককে পুলিশি হেফাজতে মারধরের অভিযোগ ওঠে ৷ দু'দিন আগে পুলিশ হেফাজতে আরমান আনসারির মৃত্যু হয় ৷ শ্যামল বাউরিকে আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করা হয় ৷ সেখানেই সে চিকিৎসাধীন রয়েছে ৷