পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

আসানসোল থেকে বাড়ি ফিরলেন পুরুলিয়ার পাঁচ যুবক - লকডাউন

পুরুলিয়ার মালতোড় এলাকার বাসিন্দা পার্থ দেওঘরিয়া, আকাশ বাউড়ি, রঘুনাথপুরের বাসিন্দা অবিনাশ বাউড়ি, কাশীপুরের বাসিন্দা কৃপাসিন্ধু প্রামাণিক এবং পাথরজোরের বাসিন্দা অনুপ প্রামাণিক কাজ করতে এসে আটকে পড়েছিলেন আসানসোলের হিরাপুর এলাকায়। আজ বাড়ি ফিরলেন তাঁরা ।

Asansol
ছবি

By

Published : May 6, 2020, 7:57 PM IST

আসানসোল, 6 মে : পুরুলিয়া থেকে কাজের সূত্রে আসানসোল এসেছিলেন পাঁচ যুবক। কিন্তু লকডাউনের জেরে আর বাড়ি ফিরতে পারেননি । হিরাপুরের ডিহিকা গ্রামে আশ্রয় নিয়েছিলেন তাঁরা । গ্রামের বাসিন্দারা তাঁদের খাবার দিয়ে সাহায্য করছিলেন । বিষয়টি জানতে পেরে মহকুমা প্রশাসনের সঙ্গে কথা বলেন আসানসোল পৌরনিগমের মেয়র পারিষদ পূর্ণশশী রায় । তাঁর উদ্যোগেই আজ বাড়ি ফিরলেন তাঁরা ।

পুরুলিয়ার বিভিন্ন থানা এলাকা থেকে পাঁচ যুবক আসানসোলে এসেছিলেন । কিন্তু লকডাউনের জেরে বাড়ি ফিরতে পারেননি। জেলাগুলির সীমানা সিল করে দেওয়ায় পশ্চিম বর্ধমান থেকে পুরুলিয়া জেলায় ঢুকতে পারেননি তাঁরা।

পুরুলিয়ার মালতোড় এলাকার বাসিন্দা পার্থ দেওঘরিয়া, আকাশ বাউড়ি, রঘুনাথপুরের বাসিন্দা অবিনাশ বাউড়ি, কাশীপুরের বাসিন্দা কৃপাসিন্ধু প্রামাণিক এবং পাথরজোরের বাসিন্দা অনুপ প্রামাণিক কাজ করতে এসে আটকে পড়েছিলেন আসানসোলের হিরাপুর এলাকায়।

বিষয়টি জানতে পেরেছিলেন আসানসোল পৌরনিগমের মেয়র পারিষদ পূর্ণশশী রায় । তিনি বিষয়টি মহকুমাশাসকের নজরে আনেন । পরে ওই যুবকদের বাড়ি ফেরার ব্যবস্থা করা হয়।

ABOUT THE AUTHOR

...view details