পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

ব্যবসায়ী অপহরণের ছক বানচাল, গ্রেপ্তার 5 - kidnappers arrest asansol

ধানবাদের ওই ব্যবসায়ী তাঁর বাবা-মায়ের চিকিৎসার জন্য আসানসোল আসছিলেন। কিন্তু, পথে আসানসোলের জুবিলি মোড়ের কাছে তাঁদের গাড়ি থামায় পাঁচ দুষ্কৃতী। বন্দুক দেখিয়ে ব্যবসায়ীকে অপহরণ করে।

ব্যবসায়ী অপহরণের ছক বানচাল
ব্যবসায়ী অপহরণের ছক বানচাল

By

Published : Nov 20, 2020, 12:23 PM IST

আসানসোল, 20 নভেম্বর : বন্দুক দেখিয়ে এক ব্যবসায়ীকে অপহরণ করার চেষ্টা করেছিল পাঁচ দুষ্কৃতী। কিন্তু, পুলিশের তৎপরতায় সেই অপহরণ রোখা গিয়েছে।আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের বুদবুদ থানা এলাকায় পাঁচ দুষ্কৃতী ধরা পড়েছে। উদ্ধার করা হয়েছে অপহৃত ব্যবসায়ীকে।

ধানবাদের ওই ব্যবসায়ী তাঁর বাবা-মায়ের চিকিৎসার জন্য আসানসোল আসছিলেন। কিন্তু, পথে আসানসোলের জুবিলি মোড়ের কাছে তাঁদের গাড়ি থামায় পাঁচ দুষ্কৃতী। বন্দুক দেখিয়ে ব্যবসায়ীকে অপহরণ করে। এরপর টাটা সুমোয় ওই ব্যবসায়ীকে নিয়ে চলে যায় দুষ্কৃতীরা। অপহৃতের বাবা-মা আসানসোল উত্তর থানার কন্যাপুরে বিষয়টি জানান। এরপর আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের প্রত্যেকটা থানায় সেই খবর পৌঁছে দেওয়া হয়।

আসানসোল থেকে প্রায় 60 কিলোমিটার দূরে বুদবুদ থানায় পুলিশের নাকা চেকিংয়ে টাটা সুমো গাড়িসহ ধরা পড়ে অপহরণকারীরা। উদ্ধার হয় অপহৃত ব্যক্তি। পুলিশ দুষ্কৃতীদের গ্রেপ্তার করেছে। এখনও পর্যন্ত পুলিশ গোটা ঘটনার বিবরণ জানায়নি। অভিযোগ, ওই ব্যবসায়ী চাকরি দেওয়ার নাম করে বেশ কিছু টাকা বহু মানুষের কাছ থেকে তুলেছিল। তার ফলেই এই অপহরণের ঘটনা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

ABOUT THE AUTHOR

...view details