আসানসোল, 27 জুন : বিজেপির আসানসোল সাংগঠনিক জেলা সম্পাদক মদনমোহন চৌবে, জেলার বুদ্ধিজীবী সেলের আহ্বায়ক ডাক্তার দেবাশিস সরকার সহ 30 জন নেতা তৃণমূলে যোগ দিলেন ৷ এইসঙ্গে আসানসোল উত্তরের তিন হাজার বিজেপি কর্মী রবিবার আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগ দিলেন । যদিও বিজেপির বক্তব্য, তৃণমূলের যোগদান অনুষ্ঠান বিভ্রান্তিকর ৷
এদিন আসানসোলের রবীন্দ্রভবনে রাজ্যের আইন ও পূর্তমন্ত্রী মলয় ঘটকের হাত ধরে বিজেপির নেতা-কর্মীরা তৃণমূলে যোগ দেন । যার মধ্যে রয়েছেন বিজেপির জেলা সম্পাদক মদনমোহন চৌবে । মদনমোহন চৌবের বক্তব্য, "28 বছর ধরে রাজনীতি করছি ৷ এর আগে বিধানসভার প্রার্থী হয়েছি । কিন্তু এবারের বিধানসভা ভোটে যা দুর্নীতি করেছে গেরুয়া শিবির, তা মেনে নিতে পারছি না । সেই কারণেই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছি ।"
তৃণমূলে যোগ দিয়েছেন বিজেপির বুদ্ধিজীবী সেলের আহ্বায়ক ডাক্তার দেবাশিস সরকারও । দেবাশিসবাবুর দাবি, "আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয়কে এলাকায় দেখা যায় না । সেই কারণে তাঁর নামে বারবার নিখোঁজের পোস্টার পড়ছে । তিনি আসানসোল নিয়ে কোনও কথাও বলেন না । আমরা কর্মী হয়েও তাঁকে পাইনি, সাধারণ মানুষ কী পাবেন ! এইসবের প্রতিবাদেই আমরা বিজেপি ছেড়ে তৃণমূলে এসেছি ।"