আসানসোল, 19 জুন : তৃণমূল যুব কংগ্রেসে যোগ দিলেন প্রায় 30 জন যুবক । আসানসোলের সালানপুর ব্লকের উত্তরামপুর-জিত্পুর এলাকার ওই যুবকরা গতকাল যোগ দেন । বারাবনির বিধায়ক বিধান উপাধ্যায় তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন ।
ওই যুবকদের বক্তব্য, এর আগে তাঁরা কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন না । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দেখেই তৃণমূলে যুব কংগ্রেসে যোগ দিলেন ।