হায়দরাবাদ, 11 অক্টোবর: বিভিন্ন বিমা নীতিগুলি আমাদের পুরো পরিবারের আর্থিক নিরাপত্তার জন্য একটি শক্তিশালী ভিত্তি স্থাপন করে ৷ কিন্তু, আমাদের মধ্যে অধিকাংশই তা নিতে অস্বীকার করি ৷ কারণ এতে দ্রুত আর্থিক সুবিধা পাওয়া যায় না ৷ জীবন পরিকল্পনার ক্ষেত্রে কোনওরকম পৃষ্ঠপোষকতার সম্পর্ক নেই ৷ সেই দিকে নজর রেখেই আমাদের আর্থিক পরিকল্পনাগুলিকে রূপায়িত করতে হবে ৷ যদি, একজন উপার্জনকারীর কিছু হয়, তার জন্য আর্থিক সমস্যাগুলির প্রভাব ওই ব্যক্তির পুরো পরিবারের উপরে গিয়ে পড়তে পারে ৷
তাই এটা বলার অপেক্ষা রাখে না, একজন উপার্জনকারীকে তাঁর পরিবারের ভবিষ্যৎ সুরক্ষার দায়িত্ব নিতে হবে এবং সেই মতো বিনিয়োগ করতে হবে ৷ তাই জীবন বিমা (Life Insurance) করালে, এটি সব ধরনের আর্থিক সমস্যা থেকে সংশ্লীষ্ট ব্যক্তির পরিবারকে বাঁচাবে ৷ এমনকী পরিবারের একমাত্র অন্ন উপার্জনকারী কোনও দুর্ঘটনায় মারা গেলেও তা কাজে আসবে ৷ এই মুহূর্তে জীবন বিমা সংস্থাগুলি একাধিক পরিকল্পনা নিয়ে এসেছে তাঁদের গ্রাহকদের কথা মাথায় রেখে ৷ মেয়াদি বিমা, এন্ডোমেন্ট, ইউনিট লিঙ্কড ইনসুরেন্স প্ল্যানস বা ইউএলআইপি, মানি ব্যাক পলিসি ইত্যাদি ৷