নয়াদিল্লি, 7 নভেম্বর: মার্কিন আদালতে উইওয়ার্ক কোম্পানির দেউলিয়ার মামলা চলছে ৷ তার প্রভাব ভারতের ব্যবসায় পড়বে না বলে মঙ্গলবার জানিয়েছেন উইওয়ার্ক ইন্ডিয়ার সিইও করণ বীরওয়ানি ৷ কারণ এটি উইওয়ার্ক গ্লোবালের মামলা ৷ উইওয়ার্ক ইন্ডিয়াতে বেঙ্গালুরু-ভিত্তিক রিয়েল এস্টেট ফার্ম এমবেসি গ্রুপের 73 শতাংশ শেয়ার রয়েছে ৷ সেখানে উইওয়ার্ক গ্লোবালের 27 শতাংশ শেয়ার রয়েছে ৷ উইওয়ার্ক ইন্ডিয়ার সাতটি শহরে 50টি কেন্দ্র রয়েছে, যার মধ্যে প্রায় 90 হাজারটি ডেস্ক রয়েছে । একটি বিবৃতিতে উইওয়ার্ক ইন্ডিয়ার সিইও করণ বীরওয়ানি বলেছেন, "ভারতে উইওয়ার্কের ব্যবসা স্বাধীন ৷ তাই উইওয়ার্ক গ্লোবালের কার্যক্রমের প্রভাব এখানে পড়বে না ।"
তিনি জানান, উইওয়ার্ক ইন্ডিয়া একটি পৃথক সংস্থা এবং এটি উইওয়ার্ক গ্লোবালের কৌশলগত পুনর্গঠন প্রক্রিয়ার অংশ নয় । দেউলিয়া মামলায় তাই উইওয়ার্ক ইন্ডিয়া প্রভাবিত হবে না ৷ উইওয়ার্ক ইন্ডিয়া নিজের মতো কাজ করবে । মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডায় উইওয়ার্ক গ্লোবাল-এর ঋণ এবং লিজ পুনর্গঠন প্রক্রিয়া চলছে । উইওয়ার্ক ইন্ডিয়ার সিইও বলেন, "এই সময়ের মধ্যে আমরা আমাদের সদস্য, মালিকাধীন এবং অংশীদারদের যথারীতি পরিষেবা দিয়ে যাব ৷ অপারেটিং চুক্তির অংশ হিসাবে ব্র্যান্ডের নাম ব্যবহার করার অধিকার ধরে রাখব ৷"