হায়দরাবাদ, 27 ফেব্রুয়ারি:যে কোনও পরিস্থিতি আসুক না কেন করের (income tax) হিসেবে ভুললে চলবে না । আপনাকে কত আয়কর দিতে হবে এবং পুরানো বা নতুন ট্যাক্স সিস্টেমের মধ্যে কোনটি (New Tax system) উপকারী তা নিয়ে মনে প্রশ্ন সবসময়ই থাকে । এই বিষয়ে করদাতাদের সাহায্য করার জন্য আয়কর (IT) বিভাগ নতুন করে তার পোর্টালে একটি ট্যাক্স ক্যালকুলেটর চালু করেছে (Tax calculator in IT website) । এটি ব্যবহার করে কোন খ্যাতে কত ট্যাক্স দিতে হবে এবং কোনটি আপনার জন্য উপকারী সেই বিষয়গুলি সহজেই খুঁজে বের করতে পারা যায় ।
চলতি আর্থিক বছরের 2022-23 এর ট্যাক্স রিটার্ন দাখিল করার অনুমতি দেওয়া হবে 1 এপ্রিল থেকে ৷ ইতিমধ্যেই রিটার্ন ফর্মগুলির বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে ৷ এই প্রেক্ষাপটে করদাতাদের মধ্যে সচেতনতা বাড়াতে আইটি ট্যাক্স ক্যালকুলেটর তৈরি করা হয়েছে । নতুন এবং পুরানো উভয় সিস্টেমেই আপনাকে কত টাকার কর দিতে হবে তা জানতে আয়কর বিভাগের অফিসিয়াল ওয়েবসাইট আইটি ট্যাক্স ক্যালকুলেটর ক্লিক করুন - www.incometax.gov.in ।
আপনি ক্যুইক লিংকগুলি থেকেও 'আয়কর ক্যালকুলেটর' দেখতে পারেন । এতে ক্লিক করলে দুটি অপশন আসবে, 1) বেসিক ক্যালকুলেটর 2) উন্নত বা অ্যাডবান্স ক্যালকুলেটর । দুটিই ব্যবহার করে কেউ জানতে পারে তাকে কর বাবদ কত দিতে হবে। মৌলিক ক্যালকুলেটরে আপনাকে মূল্যায়নের বছর, করদাতার বিভাগ (যেমন ব্যক্তি, HUF, LLP), করদাতার বয়স, আবাসিক অবস্থা ইত্যাদি নির্বাচন করতে হবে । আপনার বার্ষিক আয় এবং মোট লেনদেন লিখতে হবে । আপনি সরাসরি জানতে পারবেন পুরানো এবং নতুন কর ব্যবস্থার অধীনে কত কর দিতে হবে ।