পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / business

UPI Transactions: ভারতে 2026-27 সালের মধ্যে ইউপিআই লেনদেন পৌঁছবে 1 বিলিয়নে - PwC India report

দিন দিন দেশে বাড়ছে ইউপিআই পেমেন্টের চাহিদা ৷ এর জেরে ভারতে 2026-27 সালের মধ্যে ইউপিআই লেনদেন 1 বিলিয়নে পৌঁছনোর সম্ভাবনার কথা শোনাল পিডব্লুসি ইন্ডিয়ার রিপোর্ট ৷

UPI Payment
ইউপিআই লেনদেন

By

Published : May 28, 2023, 10:18 PM IST

নয়াদিল্লি, 28 মে:দেশে ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে ইউপিআই লেনদেন ৷ আর তা বৃদ্ধি পেতে পেতে 2026-27 সালের মধ্যে প্রতিদিন 1 বিলিয়নে ইউপিআই লেনদেন পৌঁছনোর সম্ভাবনা রয়েছে ৷ যা হবে দেশের খুচরো ডিজিটাল পেমেন্টের 90 শতাংশ ৷ পিডব্লুসি ইন্ডিয়ার একটি রিপোর্টে এমনটাই তুলে ধরা হয়েছে ৷

ডিজিটাল পেমেন্টে এখন বিপ্লব ঘটাচ্ছে ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস (ইউপিআই) ৷ 2022-23 সালে খুচরো বিভাগে মোট লেনদেনে প্রায় 75 শতাংশে করা হয়েছে ইউপিআই দিয়ে ৷ এমনটাই 'দ্য ইন্ডিয়ান পেমেন্টস হ্যান্ডবুক - 2022-27' শীর্ষক পিডব্লুসি রিপোর্টে বলা হয়েছে ৷ এই রিপোর্টে আরও বলা হয়েছে, আগামী পাঁচ বছরে খুচরো ডিজিটাল পেমেন্টে মোট লেনদেনের পরিমাণের 90 শতাংশের করা হবে ইউপিআই দিয়ে । ভারতীয় ডিজিটাল পেমেন্ট মার্কেট সিএজিআরকে 50 শতাংশ (ভলিউম-ভিত্তিক) বৃদ্ধি পেতে দেখেছে ৷

রিপোর্ট অনুযায়ী, 2022-23 অর্থবছরে 103 বিলিয়ন থেকে 2026-27 অর্থবছরে 411 বিলিয়ন লেনদেনে পৌঁছবে সেটি বলে আশা করা হচ্ছে ৷ অনুমান করা হয়েছে যে ইউপিআই অর্থবর্ষ 2026-2027 সালের মধ্যে প্রতিদিন 1 বিলিয়ন লেনদেন রেকর্ড করবে ৷ 2022-23 সালে 83.71 বিলিয়ন লেনদেন থেকে 2026-27 সালের মধ্যে 379 বিলিয়ন লেনদেন হবে ৷ ক্রেডিট কার্ড সেগমেন্টটি একটি সুস্থ হারে বৃদ্ধি পাচ্ছে ৷ কারণ কার্ড (ডেবিট এবং ক্রেডিট উভয়) পেমেন্ট হল ইউপিআই-এর পরে খুচরো ডিজিটাল পেমেন্টের জন্য সবচেয়ে বেশি ব্যবহৃত যন্ত্রগুলির মধ্যে একটি । ক্রেডিট কার্ডে লেনদেনের পরিমাণ অর্থবর্ষ 2024-2025 এর মধ্যে ডেবিট কার্ডকে ছাড়িয়ে যাবে বলে মনে করা হচ্ছে ।

আরও পড়ুন:ইউপিআই জালিয়াতি থেকে সাবধান, মেনে চলুন এই বিষয়গুলি

যদিও আশা করা হচ্ছে, ক্রেডিট কার্ড ইস্যুকরণ আগামী পাঁচ বছরে 21 শতাংশের সিএজিআরে বৃদ্ধি পাবে ৷ একই সময়ে ডেবিট কার্ড ইস্যুতে তিন শতাংশের সিএজিআর-সহ বৃদ্ধি পাওয়ার কথা রিপোর্টে বলা হয়েছে । ডেবিট কার্ডের ব্যবহার হ্রাসের কারণ হল, ডেবিট কার্ডের লেনদেনের ব্যবহারের ক্ষেত্রে নগদ উত্তোলন ৷ যা এখন ইউপিআই ব্যবহার করে নগদ তোলার সহজ উপায় হিসাবে বিবেচিত হতে পারে ৷ 2021-2022 এর তুলনায় 2022-2023 সালে ক্রেডিট কার্ড ইস্যু করার রাজস্ব 42 শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং পরবর্তী পাঁচ বছরে আরও 33 শতাংশের বৃদ্ধির সম্ভাবনা রয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details