পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / business

হাসপাতাল-শিক্ষা প্রতিষ্ঠানে ইউপিআই পেমেন্টের সীমা 1 লাখ থেকে অনেকটাই বাড়াল আরবিআই - Reserve Bank

RBI on UPI payment limit: হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠানে ইউপিআই পেমেন্টের সীমা 1 লাখ টাকা থেকে অনেকটাই বাড়ানোর কথা ঘোষণা করল রিজার্ভ ব্যাংক ৷

RBI on UPI payment limit
ইউপিআই পেমেন্ট

By PTI

Published : Dec 8, 2023, 1:08 PM IST

Updated : Dec 8, 2023, 2:07 PM IST

মুম্বই, 8 ডিসেম্বর:বড় সিদ্ধান্ত রিজার্ভ ব্যাংকের ৷ হাসপাতাল এবং শিক্ষা প্রতিষ্ঠানে ইউপিআইয়ের মাধ্যমে অর্থপ্রদানের সীমা 1 লক্ষ টাকা থেকে বাড়িয়ে 5 লক্ষ টাকা করার কথা ঘোষণা করলেন রিজার্ভ ব্যাংকের গভর্নর শক্তিকান্ত দাস ৷ পাশাপাশি রেকারিং অর্থপ্রদানের ই-ম্যান্ডেটের জন্য ক্যাপ 1 লাখ টাকা বাড়ানো হয়েছে ।

ডিসেম্বরের দ্বি-মাসিক মুদ্রানীতি উন্মোচন করে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস বলেন যে, ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস (ইউপিআই) লেনদেনের বিভিন্ন বিভাগের সীমা সময়ে সময়ে পর্যালোচনা করা হয়েছে । তাঁর কথায়, "এখন হাসপাতাল এবং শিক্ষা প্রতিষ্ঠানে অর্থপ্রদানের জন্য ইউপিআইয়ের মাধ্যমে লেনদেনে প্রতি লেনদেন 1 লক্ষ থেকে 5 লক্ষ টাকা করার প্রস্তাব করা হয়েছে ৷" বর্ধিত সীমা উপভোক্তাদের শিক্ষা এবং স্বাস্থ্যসেবার উদ্দেশ্যে উচ্চ পরিমাণের আইপিআই পেমেন্ট করতে সাহায্য করবে ।

শক্তিকান্ত দাস আরও বলেন যে, রেকারিং প্রকৃতির অর্থ প্রদানের জন্য ই-ম্যান্ডেট গ্রাহকদের মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে । ই-ম্যান্ডেট কাঠামোর অধীনে বর্তমানে 15,000 টাকার বেশি রেকারিং লেনদেনের জন্য একটি অতিরিক্ত ফ্যাক্টর অফ অথেনটিকেশন (AFA) প্রয়োজন । তাঁর কথায়, "এখন মিউচুয়াল ফান্ড সাবস্ক্রিপশন, বীমা প্রিমিয়াম সাবস্ক্রিপশন এবং ক্রেডিট কার্ড পরিশোধের রেকারিং অর্থপ্রদানের জন্য প্রতি লেনদেনের এই সীমাকে 1 লক্ষ টাকা করার প্রস্তাব করা হয়েছে ৷" এই ব্যবস্থাটি ই-ম্যান্ডেটের ব্যবহারকে আরও ত্বরান্বিত করবে বলে মত রিজার্ভ ব্যাংকের গভর্নরের ।

এ ছাড়াও আরবিআই ফিনটেক ইকোসিস্টেমের উন্নয়ন সম্পর্কে আরও ভালোভাবে বোঝার জন্য এবং সেক্টরকে সমর্থন করার জন্য একটি 'ফিনটেক রিপোজিটরি' স্থাপন করার কথা ঘোষণা করেছে। গভর্নর বলেন, "এটি এপ্রিল 2024 বা তার আগে রিজার্ভ ব্যাংক ইনোভেশন হাব দ্বারা চালু করা হবে ৷ ফিনটেকগুলিকে এই সংগ্রহস্থলে স্বেচ্ছায় প্রাসঙ্গিক তথ্য সরবরাহ করতে উত্সাহিত করা হবে ৷"

আরও পড়ুন:

  1. বাড়ছে না ইএমআইয়ের খরচ, চলতি আর্থিক বছরে জিডিপি বৃদ্ধির অনুমান বাড়িয়ে 7% করল রিজার্ভ ব্যাংক
  2. ব্যাংকে 2000 টাকার নোট জমার সময়সীমা শেষ, কী করবেন এবার ?
  3. 2023-24 অর্থবর্ষে মুদ্রাস্ফীতির হার থাকবে 5.4 শতাংশ, জানাল আরবিআই
Last Updated : Dec 8, 2023, 2:07 PM IST

ABOUT THE AUTHOR

...view details