নয়াদিল্লি, 1 সেপ্টেম্বর: রেকর্ড গড়ল ইউপিআইয়ের (UPI) মাধ্যমে আর্থিক লেনদেন ৷ বৃহস্পতিবার ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়ার (NPCI) পাওয়ার তথ্য অনুযায়ী অগস্ট মাসে ইউপিআইয়ের (ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস) এর মাধ্যমে আর্থিক লেনদেন 1000 কোটি অতিক্রম করেছে ৷ যা টাকার অঙ্কে 15 লক্ষ 18 হাজার কোটি টাকা ৷
ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া প্রকাশিত তথ্য অনুয়ায়ী, চলতি বছরে 50 শতাংশ বেড়েছে ইউপিআইয়ের মাধ্যমে আর্থিক লেনদেনের প্রবণতা ৷ অগস্ট মাসেই এই লেনদেনের পরিমাণ ছিল 658 কোটি ৷ জুলাই মাসে ডিজিটাল পেমেন্ট নেটওয়ার্কের মাধ্যমে 996 কোটি লেনদেন হয়েছে ৷ 2019 সালের অক্টোবর পর্যন্ত প্রতি মাসে 100 কোটি অতিক্রম করে গিয়েছে ইউপিআইয়ের মাধ্যমে আর্থিক লেনদেনের সীমা ৷ 2018 থেকে 2022 সালের মধ্যে ইউপিআইয়ের মাধ্যমে আর্থিক লেনদেন প্রায় 1,876 শতাংশ বৃদ্ধি পেয়েছে ৷ যা আর্থিক ক্ষেত্রে অনেকটাই ইতিবাচাক ৷ তথ্য অনুয়ায়ী, 2018 সালে 374.63 কোটি আর্থিক লেনদেন হয়েছে ৷ যা টাকার অঙ্কে 5.86 লক্ষ কোটি টাকা ৷ 2022 সালে এই লেনদেনের পরিমাণ বৃদ্ধি পেয়ে 1,876 শতাংশ পৌঁছেছে ৷ টাকার অঙ্কে যা 7,403.97 কোটি টাকা ৷