হায়দরাবাদ, 25 জানুয়ারি: কেন্দ্রীয় বাজেটে (Union Budget) প্রতিবছর যা বরাদ্দ করা হয়, তার এক চতুর্থাংশ চলে যায় সুদ দিতে ৷ ফলে প্রতিবারই সরকারকে উন্নয়নমূলক কাজ সম্পূর্ণ করতে সমস্যার মধ্যে পড়তে হয় ৷ পাবলিক ডেবট ম্যানেজমেন্ট রিপোর্ট (Public Debt Management Report) অনুসারে, 2022 সালের মার্চের শেষে কেন্দ্রীয় সরকারের মোট বকেয়ার পরিমাণ ছিল 133 লক্ষ কোটি টাকার বেশি ৷
এর ফলে সরকারকে প্রতি বছর বাজেটের বাইরে একটি বিশাল অঙ্কের সুদ পরিশোধ করতে হয়, যা সাম্প্রতিক বছরগুলিতে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে । বর্তমান আর্থিক বছরের বাজেট (Union Budget 2023-2024) অনুমান অনুসারে, সরকারকে শুধুমাত্র সুদের অর্থ প্রদানে 9.4 লক্ষ কোটি টাকার বেশি দিতে হবে ৷ এবার প্রায় 39.45 লক্ষ কোটি টাকার বাজেট হতে পারে ৷ সেক্ষেত্রে সুদের পরিমাণ মোট বাজেটের প্রায় এক-চতুর্থাংশ হচ্ছে ৷
উদাহরণ হিসেবে বলা যেতে পারে যে 2020-21 আর্থিক বছরে (Financial Year) সুদের জন্য প্রায় 6.8 লক্ষ কোটি টাকা ৷ এর পরিমাণ 2021-22 আর্থিক বছরের সংশোধিত অনুমান অনুসারে 8.14 লক্ষ কোটি টাকায় বৃদ্ধি পেয়েছিল । এক বছরে প্রায় 20 শতাংশ বৃদ্ধি । এর কারণ হিসেবে কোভিড-19 অতিমারীকে (Covid-19 Pandemic) দায়ী করা হয় ৷ কারণ, কোভিডের প্রথম বছরের প্রথম ছয় মাসে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড মারাত্মকভাবে প্রভাবিত হয়েছিল । এই অতিমারীর কারণে সরকারের রাজস্ব আদায়ে যেমন প্রভাব পড়ে, পাশাপাশি উন্নয়নমূলক কাজগুলিতে প্রভাব পড়েছিল ৷
তবে, কোভিডের দ্বিতীয় বছরে পরিস্থিতি ভালো হয়নি ৷ গত আর্থিক বছরে তা প্রায় 8.14 লক্ষ কোটি টাকা হয় ৷ এবার তা বেড়ে 9.4 লক্ষ কোটি টাকা বৃদ্ধির অনুমান করা হয়েছে । এটি আগের বছরের 20 শতাংশ বৃদ্ধির পর আরও 15 শতাংশ বৃদ্ধি হতে চলেছে ৷ এই বৃহৎ সুদ দেওয়ার প্রয়োজনীয়তা, যা আজ ঐতিহাসিকভাবে উচ্চস্তরে রয়েছে, তা প্রতি বছর কেন্দ্রীয় বাজেটের একটি বড় অংশ নিয়ে নেয় ৷ এর ফলে সরকারের উন্নয়নমূলক কাজ ও পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত কাজের উপর চাপ সৃষ্টি করে ।