কলকাতা, 15 অক্টোবর : দীর্ঘমেয়াদে সম্পত্তি বৃদ্ধি করার জন্য ইকুয়িটিতেই (Equities) বিনিয়োগ করা সবচেয়ে বেশি উপযোগী ৷ এই ক্ষেত্রে বিনিয়োগ করলে অনেক ধরনের লাভ একসঙ্গে পাওয়া যায় ৷ যাঁরা বিনিয়োগ ও বিমার মাধ্যমে দ্বৈত লাভের আশায় রয়েছেন, তাঁদের জন্য সেরা বিকল্প হল ইউনিট লিঙ্কড ইনভেস্টমেন্ট পলিসি (Unit Linked Investment Policies) বা ইউএলআইপি ৷
যখন শেয়ার বাজারের অবস্থা স্থিতিশীল থাকে না, তখন এই ধরনের পলিসিতে কেউই বিনিয়োগ করতে চায় না ৷ বরং নিজেদের পরিকল্পনা পিছিয়ে দেয় ৷ কিন্তু তাঁদের মনে রাখা উচিত যে শেয়ার বাজারে (Share Market) বিনিয়োগের কোনও সময় নেই ৷ দীর্ঘমেয়াদী পরিকল্পনাতেই ঝুঁকিহীন রিটার্ন পাওয়া যায় ৷ শেয়ার বাজারের অবস্থা খারাপ বা আর্থিক সমস্যা চললেও এই রিটার্ন আসে ৷
এখন বিনিয়োগ, বিমা ও কর ছাড় ছাড়াও ইউএলআইপি (ULIPs) আরও অনেক সুবিধা দিচ্ছে ৷ যাঁরা পলিসি করবেন, তাঁদের বিনিয়োগের জন্য যেকোনও প্ল্যান বেছে নেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে ৷ বিভিন্ন সুবিধা পরিবর্তনের সুবিধা পাচ্ছেন বিনিয়োগকারীরা ৷ পলিসি চলাকালীনই বিনিয়োগকারীরা আরও রিটার্নের জন্য পলিসি পরিবর্তন করতে পারছেন অথবা তাতে আরও কিছু যুক্ত করতে পারছেন ৷
সমস্ত লাভই পলিসির সময়সীমা শেষ হওয়ার পর পেয়ে যাচ্ছেন বিনিয়োগকারীরা ৷ অথবা পলিসির সময়সীমা পেরিয়ে যাওয়ার পর একটা নির্দিষ্ট সময় পর্যন্ত একটা নির্দিষ্ট পরিমাণ টাকা নিয়মিত ব্যবধানে মিলছে ৷
মাসিক, ত্রৈমাসিক বা ষান্মাসিক হিসেবে কিস্তি দিয়ে সম্পত্তি বৃদ্ধি করা যেতে পারে ৷ রোজগার ও অন্য খরচের ভিত্তিতে কিস্তি নির্ধারণ করা যায় ৷ সব নিয়ম মেনে ইউএলআইপি-তে বিনিয়োগ করলে ভালো লাভ পাওয়া যায় ৷