সান ফ্রান্সিসকো (মার্কিন যুক্তরাষ্ট্র), 4 ফেব্রুয়ারি: টুইটারের দায়িত্ব নেওয়ার পর সংস্থার সিইও ইলন মাস্ক (Twitter CEO Elon Musk) মাঝেমধ্যেই এই মাইক্রো ব্লগিং সাইটের (Micro Blogging Site Twitter) ব্যবহারকারীদের জন্য নতুন কিছু নিয়ে আসছেন । এবার ব্যবহারকারীদের সুখবর দিয়েছেন ৷ জানিয়েছেন, টুইটারের মাধ্যমে কীভাবে আয় করা যাবে ৷ তাঁর ঘোষণা, যে ব্যবহারকারীরা ব্লু টিক সাবস্ক্রাইব করেছেন, তাঁদের পোস্টে বিজ্ঞাপন দেখানো হলে, তার থেকে টাকা পাবেন তাঁরা (Twitter share ad revenue) ৷
শুক্রবার এক টুইটে মাস্ক (Elon Musk) লেখেন, আজ থেকে টুইটার ক্রিয়েটরদের রিপ্লাই থ্রেডে প্রদর্শিত বিজ্ঞাপনের আয় ভাগ করে নেবে ব্যবহারকারীদের সঙ্গে ৷ এই বিজ্ঞাপনের টাকা পেতে হলে অ্যাকাউন্টটি টুইটার ব্লু টিক সাবস্ক্রাইব করা থাকতে হবে (ad revenue for Blue Tick users) ৷ তাঁর এই ঘোষণার পর হইচই পড়ে গিয়েছে নেটিজেনদের মধ্যে ৷
টুইটার (Twitter) ব্যবহারকারীরা সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া দিতে শুরু করেছেন ৷ মাস্কের পোস্টে অনেক ব্যবহারকারী তাঁদের মতামত প্রকাশ করেছেন । একজন ব্যবহারকারী জিজ্ঞাসা করেছেন, টুইটারে কতটা টাকা দেওয়া হবে ৷ অন্য একজন মন্তব্য করেছেন, এটা আদতে কেমন হবে ? নির্মাতারা বিজ্ঞাপন থেকে কীভাবে টাকা পাবেন ?