পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / business

Importance of Travel Insurance: বিদেশযাত্রাকে সুন্দর এবং উপভোগ্য করতে চাই ভ্রমণ বীমা - ঝামেলামুক্ত বিদেশ ভ্রমণ

বিদেশ ভ্রমণকে সুন্দর এবং উপভোগ্য করে তোলার জন্য 'ভ্রমণ বীমা' আবশ্যক (Importance of Travel Insurance) ৷ যে কোনও ধরনের পরিস্থিতিতে বিদেশে গিয়ে মানুষ যাতে আর্থিক সমস্যার সম্মুখীন না হন তা নিশ্চিত করাই এই বীমার লক্ষ্য।

Importance of Travel Insurance ETVG BHARAT
Importance of Travel Insurance

By

Published : Feb 24, 2023, 1:16 PM IST

হায়দরাবাদ, 24 ফেব্রুয়ারি: বিদেশ ভ্রমণের জন্য আগাম পরিকল্পনা করা উচিত ৷ বিদেশ ভ্রমণের ফলে নতুন সংস্কৃতি এবং সেখানকার খাবার থেকে শুরু করে বিভিন্ন বিষয় সম্পর্কে জানা যায় ৷ অনেক অভিজ্ঞতার পাশাপাশি নতুন দৃষ্টিভঙ্গিও গড়ে ওঠে ৷ বিদেশযাত্রার পরিকল্পনা বললে ভিসা থেকে শুরু করে টিকিট এবং থাকার জায়গা ঠিক করাপর কথা আগে ভাবা হয়। তবে গুরুত্বপূর্ণ বিষয় হল ভ্রমণ বীমা ৷ ভ্রমণকারীদের বিদেশ ভ্রমণে যাওয়ার আগে বিভিন্ন দিক থেকে সুরক্ষিত থাকতে এই ধরনের বীমা দরকার (Travel Insurance Makes Foreign Trip Smooth) ৷

মেডিক্যাল এমার্জেন্সি: বিদেশ ভ্রমণের সময় মেডিক্যাল এমার্জেন্সির সম্মুখীন হওয়াটা কিছুটা উদ্বেগজনক ৷ অজানা জায়গায় এই ধরনের পরিস্থিতিতে আটকে থাকা শুধুমাত্র কাউকে মানসিকভাবে অস্থির করে না ,আর্থিকভাবেও সমস্যায় ফেলে ৷ এমন পরিস্থিতিতে ভ্রমণ বীমা সাহায্য করবে ৷ অসুস্থতার ক্ষেত্রে চিকিৎসার খরচ বহন করে ৷ এই বীমা দুর্ঘটনায় ক্ষতিপূরণ প্রদান করে । জরুরি অস্ত্রোপচার এবং অন্যান্য চিকিৎসার খরচেও সাহায্য করে ৷

বিমানের উড়ানে দেরি: এই বীমা ভ্রমণকারীকে বিভিন্ন খরচের জন্য একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদান করে ৷ এর মধ্যে রয়েছে খাবার থেকে শুরু করে অন্য প্রয়োজনীয় খরচ ৷ তবে, এই খরচগুলি পলিসি হোল্ডারকে আগে থেকেই ব্যয় করতে হবে ৷ সেই খরচের যথাযথ বিলগুলি পরবর্তী সময়ে বীমা কোম্পানিতে জমা দিয়ে খরচ আদায় করা যেতে পারে ৷

সরঞ্জাম হারিয়ে যাওয়া: ভ্রমণের সময় সরঞ্জাম হারানো উদ্বেগের একটি প্রধান কারণ ৷ এটি যে কারও ভ্রমণ পরিকল্পনায় ব্যাঘাত ঘটাতে পারে ৷ এমনকী নতুন জায়গায় পৌঁছানোর পর বাজেটেও প্রভাব ফেলতে পারে এই ধরনের ঘটনা ৷ নতুন শহরে গিয়ে, নতুন জিনিস জানা ও শেখা যায় ৷ কিন্তু অনেক সময় সরঞ্জাম সঠিক সময়ে পৌঁছায় না বা হারিয়ে যায় ৷ এটা সবচেয়ে বড় সমস্যা ৷ এক্ষেত্রে বীমার সাহায্যে ভ্রমণকারী নতুন সরঞ্জাম কেনার টাকা উসুল করতে পারবেন ৷

আপও পড়ুন:বৈচিত্র এনে বিনিয়োগের ঝুঁকি দূর করুন, পরামর্শ বিশেষজ্ঞদের

পাসপোর্ট হারিয়ে যাওয়া: যখন সবকিছু স্বাভাবিক থাকে, তখনই বিদেশ ভ্রমণ উপভোগ করা যায় ৷ সেক্ষেত্রে পাসপোর্ট সবচেয়ে জরুরি নথি ৷ এটা সবসময় মাথায় রাখতে হবে ৷ আর অনিবার্য পরিস্থিতিতে পাসপোর্ট দেখাতে না-পারলে সমস্যা তৈরি হবেই । তার মূল্যও চোকাতে হতে পারে ৷ ভ্রমণ বীমা এক্ষেত্রে ডুপ্লিকেট পাসপোর্ট তৈরির খরচ বহন করবে ৷

ABOUT THE AUTHOR

...view details