হায়দরাবাদ, 27 জানুয়ারি: একটি ক্রেডিট কার্ড শুধুমাত্র সীমিত মাত্রায় ব্যাংকের থেকে ঋণ নিয়ে খরচের মাধ্যম নয় ৷ এটি এমন একটি কার্ড যা অনেক সুবিধা প্রদান করে ৷ যেমন রিওয়ার্ড পয়েন্টস, ক্যাশ ব্যাক ও ডিসকাউন্টের মতো সুবিধাও প্রদান করে ৷ এই প্রেক্ষাপটে, গ্রাহকের প্রয়োজন অনুযায়ী কোন ক্রেডিট কার্ড নেওয়া সঠিক, সেই সিদ্ধান্ত গ্রহণও জরুরি ৷ একজন ব্যক্তির ক্রেডিট কার্ড ব্যবহারের যোগ্যতা নির্ভর করে তার আয় ও ক্রেডিট স্কোরের উপর (Tips How to Use Credit Card Wisely and Effectively) ৷
ক্রেডিট কার্ডের জন্য আবেদন করার সময় সংশ্লিষ্ট গ্রাহককে, তাঁর যোগ্যতার ভিত্তিতে তার খরচের পরিমাণ নির্ধারণ করতে হয় ৷ গ্রাহকের আয় ও ক্রেডিট স্কোর ভালো না-হলে, অনেকক্ষেত্রেই বেশি পরিমাণ অর্থের ক্রেডিট কার্ডের আবেদনপত্র খারিজ হয়ে যায় ৷ যা সংশ্লিষ্ট গ্রাহকের ক্রেডিট স্কোরেও প্রভাব ফেলে ৷ যা পরবর্তী সময়ে ক্রেডিট কার্ডের আবেদন করতে বা ব্যাংক ঋণের ক্ষেত্রে প্রভাব ফেলে ৷
কীভাবে ক্রেডিট কার্ড ব্যবহার করতে হয় ?
আপনি ক্রেডিট কার্ডটি কীভাবে ব্যবহার করবেন ? তা একটি কার্ড বেছে নেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ৷ উদাহরণস্বরূপ, ধরা যাক কোনও গ্রাহক, টু-হুইলার বেশি ব্যবহার করে ৷ সেক্ষেত্রে এমন কার্ড ব্য়বহার করা উচিত যা, পেট্রল কেনার ক্ষেত্রে ক্যাশ ব্যাক ও হাই রিওয়ার্ড পয়েন্টস দেবে ৷ তেমনি যাঁরা ক্রেডিট কার্ডের মাধ্যমে বেশি কেনাকাটা করেন ৷ তাঁদের ক্ষেত্রে বিভিন্ন ওয়েব সাইট ও ব্র্যান্ডের উপর ডিসকাউন্ট কোন কার্ডে পাওয়া যাবে, তা দেখতে হবে ৷ এমনকি সেই সব সুবিধা ও ছাড় কীভাবে কাজ করে, তা ক্রেডিট কার্ড নেওয়ার আগে শর্তাবলীতে ভালো করে যাচাই করে নিতে হবে ৷ তখনই ব্যাংক ও আর্থিক সংস্থার তরফে দেওয়া ওই ক্রেডিট কার্ড নেওয়া উচিক গ্রাহকের ৷