হায়দরাবাদ, 28 নভেম্বর:এখন অনেক নতুন সংস্থা এবং ডিজিটাল লোন অ্যাপ্লিকেশানের রমরমা বাজার ৷ এরা চটজলদি ছোট ঋণ বা লোন দেয় ৷ এই লোনগুলি ছোট হওয়ায় অনেকেই এর ফাঁদে পড়েন। অত্যধিক সুদের হার থেকে অতিরিক্ত কিস্তি দিতে সমস্যায় পড়তেই হয় । এর পাশাপাশি এই সংস্থাগুলি তুলনামূলকভাবে অনেক ছোট ঋণ নেওয়ার জন্য জোর করবে কিন্তু পরিবর্তে টাকা পাওয়ায় সময় খুবই বিপদে ফেলবে ৷
এ ধরনের অবৈধ ঋণ সংস্থার কারণে অনেকেই হেনস্থার শিকার হচ্ছেন । তাই কোনও সংস্থা যখন ঋণ দিতে আসছে তখন সতর্কতার সঙ্গে কী করণীয় এবং করণীয় নয় ভেবে-চিন্তে তবেই লোন নেওয়া উচিত । জরুরি প্রয়োজনে ঋণ নেওয়ার সময় তো সবচেয়ে বেশি সতর্কতা অবলম্বন করা দরকার । করোনার পরে অনেকেরই কাজ চলে গিয়েছে অথচ আর্থিক চাহিদা যথেষ্ট বেড়েছে (Digital Loans) ।
ঋণ সংস্থাগুলো অননুমোদিতভাবে ঋণ দিয়ে অসহায় অবস্থা কাটিয়ে ওঠার চেষ্টা করছে । তারা 3 হাজার থেকে 3 লক্ষ টাকা ঋণ দিচ্ছে । পরে এসব অ্যাপ অতিরিক্ত সুদ আদায় করে ঋণগ্রহীতাদের ওপর চাপ সৃষ্টি করছে । আর এর থেকেই বাচতে প্রত্যেকেরই সংস্থা এবং অ্যাপের ট্র্যাক রেকর্ড পরীক্ষা করা উচিত যেগুলি থেকে তারা ঋণ নেবেন ।
ভারতে ঋণ প্রদানকারী সংস্থাগুলির আরবিআই (Reserve Bank of India) স্বীকৃতি থাকা উচিত বা একটি আরবিআই স্বীকৃত আর্থিক প্রতিষ্ঠানের দ্বারা অনুমোদিত হওয়া উচিত । ডিজিটাল লোন নেওয়ার সময় সংশ্লিষ্ট অ্যাপে আরবিআই-এর স্বীকৃতি আছে কি না, তা পরীক্ষা করে দেখুন । সংশ্লিষ্ট সংস্থার রেজিস্ট্রেশন নম্বর আরবিআই ওয়েবসাইটে চেক করে দেখে নিতে পারেন । ঠিক যেমন সংস্থাগুলি আমাদের সম্পূর্ণ কেওয়াইসি (আপনার গ্রাহককে জানুন) বিশদ গ্রহণ করে ৷ তারপর সেই ঋণদাতাদের সম্পর্কে সম্পূর্ণ বিশদ অনুসন্ধান করা উচিত ।