হায়দরাবাদ: আমরা যদি উপার্জনের সমস্তটাই ব্যয় করি তবে আমাদের ভবিষ্যত কী হবে ? কীভাবে আমরা আর্থিক নিরাপত্তা নিশ্চিত ও নিজের স্বপ্ন পূরণ করতে পারি ? প্রায় প্রত্যেকেরই অন্যতম মাথাব্যথার বিষয় এই ভাবনা (Invest small amounts in SIP mutual funds) । এই চিন্তা থেকে মুক্তি পাওয়া এবং সহজেই নিজের অর্থনৈতিক ভবিষ্যত সুনিশ্চিত করতে পারেন ৷ আপনার মাসিক আয় থেকে একটি অংশ সঞ্চয় করার অভ্যাস গড়ে তুলতে হবে । নিয়মিত ব্যবধানে উপার্জনের একটি ছোট অংশ বিভিন্ন জায়গায় বিনিয়োগ করে এর থেকে বড় পরিমাণ টাকা টার্ন-ওভার পেতে পারেন (SIP plans will meet our financial needs) ।
অনেকেই মনে করেন, সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান (SIP) হল মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করার মতোই । কিন্তু, এই ধরনের বিনিয়োগ করার একমাত্র উপায় নয় । আমরা ব্যাঙ্ক আমানত, সুকন্যা সমৃদ্ধি যোজনা, পাবলিক প্রভিডেন্ট ফান্ড ইত্যাদির মতো বিষয়ে নিয়মিত অল্প পরিমাণ বিনিয়োগ করতে পারি ৷ এই ধরনের এসআইপি বিনিয়োগগুলি শেয়ার, সূচক ইটিএফ (এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড), গোল্ড ফান্ড ইত্যাদিতেও করা যেতে পারে ৷ যদিও আর্থিক চাহিদা এবং ক্ষমতা, এই মূল্যায়ন করতে ভুলবেন না ।