পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / business

Top-Up Health Insurance Policy: কর্মীদের কি গ্রুপ হেলথ ইন্স্যুরেন্সে টপ-আপ নেওয়া উচিত ? - স্বাস্থ্য বিমা পলিসি

গ্রুপ হেলথ ইন্স্যুরেন্স শুধুমাত্র একটি অতিরিক্ত সুরক্ষা । পরিবারের নিরাপত্তার জন্য একজন কর্মচারীকে তাদের নিজস্ব একটি পলিসি নিতে হবে । তাদের গ্রুপ ইন্স্যুরেন্সে টপ-আপ পলিসি নেওয়ার চেষ্টা করা উচিত । বিমা পলিসি এবং বিনিয়োগ স্কিমগুলি থেকে সর্বাধিক সুবিধা পেতে আরও কী করা যেতে পারে? জেনে নিন ৷

Top Up Health Insurance Policy
টপ আপ পলিসি

By

Published : Jun 28, 2023, 1:06 PM IST

হায়দরাবাদ, 28 জুন: একটি কোম্পানিতে গ্রুপ স্বাস্থ্য বিমা পলিসি 5 লক্ষ টাকা পর্যন্ত সুরক্ষা দেয় ৷ পরিবারের ভবিষ্যৎ সুরক্ষিত করতে একজন কর্মচারীর এর পাশাপাশি কি অন্য পলিসি নেওয়া উচিত? নাকি টপ-আপই যথেষ্ট? জেনে নিন ৷

গ্রুপ স্বাস্থ্য বিমা একটি অতিরিক্ত সুরক্ষা মাত্র । কাজের সময় এটি দরকারি । তবে এটাকে প্রাথমিক পলিসি হিসেবে দেখা উচিত নয় । সুতরাং, অফিসের বাদেও আপনার নিজে একটি পলিসি নিন । তাতে একটি টপ-আপ পিলিস নেওয়ার চেষ্টা করুন ।

ধরুন 45 বছর বয়সি একজন ব্যক্তি চার বছর আগে অনলাইনে 50 লক্ষ টাকার একটি মেয়াদি বিমা পলিসি নিয়েছিলেন । এখন তিনি কি 50 লক্ষ টাকা পর্যন্ত আরেকটি পলিসি নিতে পারবেন ? তিনি প্রতি মাসে 75 হাজার টাকা বেতন পাচ্ছেন । বিমা কোম্পানিগুলি সাধারণত পলিসি ধারকের বয়সের উপর নির্ভর করে বার্ষিক আয়ের 10 থেকে 22 গুণ পর্যন্ত কভারেজ প্রদান করে । এই হিসাবটি দেখলে, আরও 50 লক্ষ টাকার পলিসি নিতে কোনও সমস্যা নেই ওই ব্যক্তির ।

আপনার বার্ষিক আয়ের 10 থেকে 12 গুণ সঞ্চয়ের জন্য বিমা আছে, তা নিশ্চিত করুন । নতুন পলিসি নেওয়ার সময় পুরনো পলিসির বিবরণ, আয় ও স্বাস্থ্য সংক্রান্ত তথ্য দিতে হবে । প্রিমিয়াম রিফান্ড পলিসি বেশ ব্যয়বহুল । সুতরাং, পরিবর্তে একটি নিয়মিত মেয়াদি বিমা পলিসি নিন । একটি ভালো লেনদেন বা পেমেন্টের ইতিহাস-সহ কোম্পানি থেকে একটি বিমা পলিসি নিতে পারেন ৷

আরও পড়ুন:সুখী অবসর জীবনের জন্য প্রয়োজন ন্যাশনাল পেনশন স্কিম

ধরুন একটি মেয়ের বয়স 10 বছর । তার বাবা-মা তার নামে প্রতি মাসে 15 হাজার টাকা পর্যন্ত বিনিয়োগ করতে চান । 10 বছরের জন্য বিনিয়োগ করার জন্য কোনও উপযুক্ত স্কিম আছে কি ? কত টাকা জমা দিতে হবে ?

বর্তমানে উচ্চশিক্ষার জন্য অনেক বেশি খরচ হয় । আপনি যেখানেই বিনিয়োগ করুন না কেন, সেই খরচ মেটাতে আরও বেশি রিটার্ন যাতে পান তা নিশ্চিত করুন । এর জন্য ডাইভারসিফাইড ইক্যুইটি মিউচুয়াল ফান্ড বেছে নেওয়া যেতে পারে । আপনি যদি 12 শতাংশের গড় রিটার্ন-সহ 10 বছরের জন্য প্রতি মাসে 15 হাজার টাকা হারে বিনিয়োগ করেন, তবে এটি প্রায় 31 লক্ষ 58 হাজার 772 টাকা হতে পারে । বিনিয়োগ করার আগে বাচ্চার ভবিষ্যতের প্রয়োজনের জন্য পর্যাপ্ত সুরক্ষা নিশ্চিত করুন । এর জন্য একটি টার্ম পলিসি নিন ।

একটি পরিবার যদি দু'বছরের জন্য 50 লক্ষ টাকা পর্যন্ত হোম লোন নিতে চায় । প্রতি মাসে 80 হাজার বিনিয়োগ করার চিন্তাভাবনা রয়েছে ৷ এর জন্য কী ধরনের স্কিম নির্বাচন করতে হবে?

তাদের ঝুঁকিপূর্ণ স্কিমগুলিতে বিনিয়োগ করা উচিত নয় ৷ কারণ সেখানে মাত্র দু'বছর মেয়াদ রয়েছে । নিশ্চিত করুন যে বিনিয়োগ নিরাপদ । এর জন্য ব্যাংকে রেকারিং ডিপোজিট বেছে নেওয়াই ভালো । গৃহ ঋণ নেওয়ার সময় লোন কভার ইন্স্যুরেন্সের কথা ভুলবেন না ।

আরও পড়ুন:স্বাস্থ্য বিমার সঙ্গে অতিরিক্ত সুরক্ষা দেয় সাপ্লিমেন্টরি পলিসি

একজন ছোট ব্যবসায়ী কি নিরাপদ স্কিম যেমন পাবলিক প্রভিডেন্ট ফান্ড, পোস্ট অফিস মাসিক সেভিংস স্কিম বেছে নিতে পারেন? তারা যদি মাসে পাঁচ হাজার টাকা পর্যন্ত বিনিয়োগ করতে চায় । অন্তত 15 বছরের জন্য বিনিয়োগ করতে কি করা উচিত?

নিরাপদ স্কিমগুলির পাশাপাশি ক্ষতির সামান্য ঝুঁকি আছে এমন স্কিমগুলি যাচাই করা উচিত । পাবলিক প্রভিডেন্ট ফান্ডে (PPF) 5 হাজার টাকার মধ্যে 3 হাজার টাকা জমা করুন । বাকি 2 হাজার টাকা ডাইভার্সিফাইড মিউচুয়াল ফান্ডে জমা করুন । আপনি যদি 15 বছরের জন্য এইভাবে বিনিয়োগ করেন, তাহলে গড় 10 শতাংশ রিটার্ন-সহ 19 লক্ষ 6 হাজার 348 টাকা পাওয়া সম্ভব ।

ABOUT THE AUTHOR

...view details