পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / business

Share Market Rebound: 4 দিন পতনের পর সামান্য ঘুরে দাঁড়াল শেয়ার বাজার - দালাল স্ট্রিট

লাগাতার পতনের পর মঙ্গলবার আশার আলো দেখল শেয়ার বাজার ৷ এদিন বাজার খুলতেই শেয়ার দর প্রায় সাড়ে চারশো পয়েন্ট উঠেছে (Share Market Rebound in Early Trade) ৷ তবে, বেলা গড়াতেই বাজার কিছুটা পড়ে যায় ৷ পরবর্তী সময়ে আবারও ছন্দে ফেরে দালাল স্ট্রিট (Dalal Street) ৷

Share Market Rebound in Early Trade After Four Day Slump
Share Market Rebound in Early Trade After Four Day Slump

By

Published : Sep 27, 2022, 12:13 PM IST

মুম্বই, 27 সেপ্টেম্বর: সোমবারের পতনের পর মঙ্গলবার সকালে বাজার খুলতে খুশির হাওয়া দালাল স্ট্রিটে ৷ সকালে শেয়ার মার্কেট খুলতেই সেনসেক্স 461.82 পয়েন্ট ওঠে ৷ এর ফলে সেনসেক্স গিয়ে পৌঁছয় 57,607.04 পয়েন্টে (Share Market Rebound in Early Trade) ৷ সেই সঙ্গে নিফটিও উর্ধ্বমুখী ছিল ৷ 144.15 পয়েন্ট উঠে নিফটি 17,160.45 পয়েন্টে পৌঁছয় ৷ আইটিসি, পাওয়ার গ্রিড, হিন্দুস্তান উইনিলিভার, ইনফোসিস, উইপ্রো, আইসিআইসিআই ব্যাংক, নেসলে এবং এনটিপিসি’র শেয়ার এ দিন বাজার খুলতেই অনেকটা বেড়েছে ৷ তবে, পিছিয়ে ছিল মারুতি, টাইটান, টাটা স্টিল, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এবং কোটাক মাহিন্দ্রা ব্যাংক ৷

কয়েকঘণ্টার মধ্যেই বাজারে ফের পতন দেখা দেয় ৷ একটা সময় সেনসেক্স 56 হাজার 910 পয়েন্টে নেমে যায় ৷ নিফটিও প্রায় 33 শতাংশ পড়ে যায় ৷ তবে বেলা 11টার পর ফের কিছুটা স্বাভাবিক হয়েছে শেয়ার বাজার ৷ বেলা সাড়ে এগারোটার সময় সেনসেক্স ছিল 57 হাজার 211.06 পয়েন্ট ৷

আরও পড়ুন:স্টক মার্কেটে রক্তক্ষরণ অব্যাহত, ভারতীয় মুদ্রার রেকর্ড পতন

প্রসঙ্গত, সোমবার সপ্তাহের প্রথমদিনের শুরুতেই শেয়ারবাজারে ধস নামে ৷ প্রায় 1 হাজার পয়েন্টের পতন হয় বাজার দরে ৷ নিফটিও অনেকটাই পড়ে যায় ৷ পাশাপাশি, সোমবার ডলারের তুলনায় টাকার দামে রেকর্ড পতন হয়েছে ৷ বিশ্ববাজারের তুলনায় ভারতের অবস্থা অনেকটাই ভালো বলে দাবি করছে শিল্পীমহল ৷ ডলারের প্রেক্ষিতে টাকার দামের পতন জারি থাকলে ভবিষ্যতে ভারতীয় অর্থনীতি আরও তলানিতে পৌঁছতে পারে বলে মনে করছে বিশেষজ্ঞমহল ৷

ABOUT THE AUTHOR

...view details