মুম্বই, 27 সেপ্টেম্বর: সোমবারের পতনের পর মঙ্গলবার সকালে বাজার খুলতে খুশির হাওয়া দালাল স্ট্রিটে ৷ সকালে শেয়ার মার্কেট খুলতেই সেনসেক্স 461.82 পয়েন্ট ওঠে ৷ এর ফলে সেনসেক্স গিয়ে পৌঁছয় 57,607.04 পয়েন্টে (Share Market Rebound in Early Trade) ৷ সেই সঙ্গে নিফটিও উর্ধ্বমুখী ছিল ৷ 144.15 পয়েন্ট উঠে নিফটি 17,160.45 পয়েন্টে পৌঁছয় ৷ আইটিসি, পাওয়ার গ্রিড, হিন্দুস্তান উইনিলিভার, ইনফোসিস, উইপ্রো, আইসিআইসিআই ব্যাংক, নেসলে এবং এনটিপিসি’র শেয়ার এ দিন বাজার খুলতেই অনেকটা বেড়েছে ৷ তবে, পিছিয়ে ছিল মারুতি, টাইটান, টাটা স্টিল, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এবং কোটাক মাহিন্দ্রা ব্যাংক ৷
কয়েকঘণ্টার মধ্যেই বাজারে ফের পতন দেখা দেয় ৷ একটা সময় সেনসেক্স 56 হাজার 910 পয়েন্টে নেমে যায় ৷ নিফটিও প্রায় 33 শতাংশ পড়ে যায় ৷ তবে বেলা 11টার পর ফের কিছুটা স্বাভাবিক হয়েছে শেয়ার বাজার ৷ বেলা সাড়ে এগারোটার সময় সেনসেক্স ছিল 57 হাজার 211.06 পয়েন্ট ৷