পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / business

Financial Goals 2023: বছরের শুরুতেই করে ফেলুন আর্থিক পরিকল্পনা - Set New Year financial goals

নতুন বছরে আজই সেরে ফেলুন 2023 এর আর্থিক পরিকল্পনা (financial planning) ৷ আপনি গত বছর কী পেলেন, তা যাচাই করেও দেখে নিন । তারপর পরিকল্পনা করুন এই বছরে কী অর্জন করবেন ।

ETV Bharat
Financial Goals 2023

By

Published : Jan 2, 2023, 11:35 AM IST

হায়দরাবাদ, 2 জানুয়ারি: হাজির 2023 ৷ এই নতুন বছরের সঙ্গে সঙ্গে আপনার আর্থিক পরিকল্পনাগুলি পর্যালোচনা করে নিন (New Year financial planning) ৷ তার সঙ্গে সেগুলি ঝালাই করার সময় এসে গিয়েছে । এই বছর কী কাজ শেষ করতে হবে? সবকিছু দেখে নিয়ে একটি সুষ্ঠ পরিকল্পনা করে ফেলুন ৷ আর্থিক পরিকল্পনা একদিনের কাজ নয় । সময়ের সঙ্গে সঙ্গে আমরা কী অর্জন করেছি? বা কী অর্জন করতে হবে? আমাদের গত বছরের ধারণা এবং অভিজ্ঞতার ভিত্তির উপর ভিত্তি করে ভবিষ্যত পরিকল্পনা করা উচিত ।

এই বছরের শেষ পর্যন্ত আর্থিক পরিকল্পনা মাফিক চলার জন্য অবিলম্বে এই আটটি পয়েন্টে নজর দিন । অন্তত ছয় মাসের জন্য অপ্রত্যাশিত খরচ হতে পারে ভেবে আগে থেকেই যথেষ্ট জরুরি ফান্ড বা তহবিল সংগ্রহ করতে শুরু করুন । আপনি জানেন না কখন, কোন মুহূর্তে কী ঘটবে । সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল সবকিছুর জন্য প্রস্তুত থাকা । আপনার জরুরি তহবিল সঞ্চয় অ্যাকাউন্ট, লিক্যুইট মিউচুয়াল ফান্ড (Liquid mutual funds) এবং ব্যাংক ফিক্সড ডিপোজিটের মিলিয়ে হওয়া উচিত (Invest early and invest for long term)।

বিনিয়োগের সিদ্ধান্ত কখনই বিলম্বিত বা স্থগিত করা উচিত নয় । লাভ নির্ভর করে একটি বিনিয়োগ কতক্ষণ স্থায়ী হয় তার উপর। তবেই দীর্ঘমেয়াদে সম্পদ তৈরি করা সম্ভব। জানুয়ারিতে নেওয়া সিদ্ধান্তগুলো অন্তত ডিসেম্বরে বাস্তবায়ন করুন । তাহলে বলা যাবে এ বছর নেওয়া সিদ্ধান্ত কাজে লাগাতে দেরি করা হয়নি । কমপক্ষে 5-10 শতাংশ বিনিয়োগ বাড়ান । এটি আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যগুলি দ্রুত অর্জনে সহায়তা করবে ।

কর পরিকল্পনা গুরুত্বপূর্ণ । আর্থিক বছরের শুরু থেকেই কর সময়ে শোধ করার জন্য উপযুক্ত পরিকল্পনা গ্রহণ করা উচিত । গত 9 মাসে আপনি কী বিনিয়োগ করেছেন, তা দেখে নিন । অর্থবছরের বাকি তিন মাস । এই সময়ের মধ্যে বিনিয়োগ শেষ করতে হবে । এপ্রিল 2023 থেকে ট্যাক্স সেভিং স্কিমে প্রতি মাসে বিনিয়োগ করার অভ্যাস করুন ।

আবেগ ও মাত্রাতিরিক্ত ভয় আর্থিক পরিকল্পনায় বাধা দেয় (Emotions hinder financial plans) । বিনিয়োগের ক্ষেত্রে সবসময় একটি দীর্ঘমেয়াদি লক্ষ্য থাকা উচিত ৷ বাজারে সফল হতে ধারাবাহিকভাবে বিনিয়োগ করতে থাকুন । অর্জনযোগ্য লক্ষ্য তৈরি করুন । প্রয়োজনী হলে সেগুলি পরিবর্তন করুন । সেই অনুযায়ী বিনিয়োগের পরিকল্পনা করুন । ঋণ এবং হাইব্রিড পরিকল্পনার মতো স্বল্পমেয়াদি বিনিয়োগ 5 বছরের কম সময়ের লক্ষ্যের জন্য ভালো । ইক্যুইটি ফান্ড তখনই উপযুক্ত যখন মেয়াদ পাঁচ বছরের বেশি হয় (Long term investments create wealth) ।

আরও পড়ুন:রিলায়েন্স হাজির বিশ্বব্যাপী 5 কোটির স্বাস্থ্য বীমা নিয়ে

বিনিয়োগকে বৈচিত্র্যময় করতে হবে ৷ যাতে ইক্যুইটি, ঋণ, সোনা, রিয়েল এস্টেট এবং আন্তর্জাতিক তহবিল অন্তর্ভুক্ত করা যায় । আপনার ঝুঁকি সহনশীলতার উপর ভিত্তি করে প্রতিটি সেক্টরে কতটা বিনিয়োগ করবেন, তা সাবধানে সিদ্ধান্ত নিন । আপনার বিনিয়োগের কর্মক্ষমতা সবসময় একই হবে না । কেউ কেউ আশানুরূপ ফল নাও দিতে পারে ।

একবার আপনার বীমা পলিসি পর্যালোচনা করা গুরুত্বপূর্ণ । আপনার পুরো পরিবারের সামগ্রিক আর্থিক নিরাপত্তার জন্য একটি মেয়াদি নীতি নিন । পরিবারের সকল সদস্যদের কভার করার জন্য কমপক্ষে 5 লক্ষ টাকার স্বাস্থ্য বীমা পলিসি নিন । বিশেষত একটি ফ্লোটার পলিসি । অল্প বয়সে পলিসি নেওয়া কম প্রিমিয়ামে পেতে সাহায্য করবে ।

আরও পড়ুন:বেশি সুদ না গুনতে চাইলে চটজলদি শোধ করুন এই ঋণগুলি

ABOUT THE AUTHOR

...view details