হায়দরাবাদ, 2 জানুয়ারি: হাজির 2023 ৷ এই নতুন বছরের সঙ্গে সঙ্গে আপনার আর্থিক পরিকল্পনাগুলি পর্যালোচনা করে নিন (New Year financial planning) ৷ তার সঙ্গে সেগুলি ঝালাই করার সময় এসে গিয়েছে । এই বছর কী কাজ শেষ করতে হবে? সবকিছু দেখে নিয়ে একটি সুষ্ঠ পরিকল্পনা করে ফেলুন ৷ আর্থিক পরিকল্পনা একদিনের কাজ নয় । সময়ের সঙ্গে সঙ্গে আমরা কী অর্জন করেছি? বা কী অর্জন করতে হবে? আমাদের গত বছরের ধারণা এবং অভিজ্ঞতার ভিত্তির উপর ভিত্তি করে ভবিষ্যত পরিকল্পনা করা উচিত ।
এই বছরের শেষ পর্যন্ত আর্থিক পরিকল্পনা মাফিক চলার জন্য অবিলম্বে এই আটটি পয়েন্টে নজর দিন । অন্তত ছয় মাসের জন্য অপ্রত্যাশিত খরচ হতে পারে ভেবে আগে থেকেই যথেষ্ট জরুরি ফান্ড বা তহবিল সংগ্রহ করতে শুরু করুন । আপনি জানেন না কখন, কোন মুহূর্তে কী ঘটবে । সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল সবকিছুর জন্য প্রস্তুত থাকা । আপনার জরুরি তহবিল সঞ্চয় অ্যাকাউন্ট, লিক্যুইট মিউচুয়াল ফান্ড (Liquid mutual funds) এবং ব্যাংক ফিক্সড ডিপোজিটের মিলিয়ে হওয়া উচিত (Invest early and invest for long term)।
বিনিয়োগের সিদ্ধান্ত কখনই বিলম্বিত বা স্থগিত করা উচিত নয় । লাভ নির্ভর করে একটি বিনিয়োগ কতক্ষণ স্থায়ী হয় তার উপর। তবেই দীর্ঘমেয়াদে সম্পদ তৈরি করা সম্ভব। জানুয়ারিতে নেওয়া সিদ্ধান্তগুলো অন্তত ডিসেম্বরে বাস্তবায়ন করুন । তাহলে বলা যাবে এ বছর নেওয়া সিদ্ধান্ত কাজে লাগাতে দেরি করা হয়নি । কমপক্ষে 5-10 শতাংশ বিনিয়োগ বাড়ান । এটি আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যগুলি দ্রুত অর্জনে সহায়তা করবে ।
কর পরিকল্পনা গুরুত্বপূর্ণ । আর্থিক বছরের শুরু থেকেই কর সময়ে শোধ করার জন্য উপযুক্ত পরিকল্পনা গ্রহণ করা উচিত । গত 9 মাসে আপনি কী বিনিয়োগ করেছেন, তা দেখে নিন । অর্থবছরের বাকি তিন মাস । এই সময়ের মধ্যে বিনিয়োগ শেষ করতে হবে । এপ্রিল 2023 থেকে ট্যাক্স সেভিং স্কিমে প্রতি মাসে বিনিয়োগ করার অভ্যাস করুন ।