মুম্বই, 18 এপ্রিল: বিপুল পতন শেয়ারবাজারে (Sensex Nifty falls)৷ সেনসেক্স পড়ে গেল প্রায় 2 শতাংশ ৷ নিম্নমুখী নিফটিও ৷ ইনফোসিসের শেয়ার প্রায় 9 শতাংশ পড়ে যাওয়ার পরই ধস নামে শেয়ারবাজারে ৷
সপ্তাহের প্রথম দিন সোমবার বাজার খুলতেই 1,116.27 পয়েন্ট পড়ে যায় বম্বে স্টক এক্সচেঞ্জে সেনসেক্সের সূচক (Sensex falls in early deals)৷ সকাল 9.23-এ সূচক ছিল 57,222.66-তে ৷ 291.40 পয়েন্ট অর্থাৎ 1.67 শতাংশ পড়ে গিয়ে নিফটি 50-র (nifty falls in early deals) সূচক দিয়ে দাঁড়ায় 17,184.25 তে ৷ দুটি ক্ষেত্রই বাজার খোলার সময় আগের দিনের থেকে 1.5 শতাংশ এগিয়ে থেকে শুরু করলেও কয়েক মিনিটের মধ্যেই সূচক পড়ে যায় প্রায় 2 শতাংশ ৷
আরও পড়ুন:শেয়ারবাজারে জারি বাজেটের তেজ, সেনসেক্স ছুঁল 50 হাজারের সূচক