নয়াদিল্লি, 23 ফেব্রুয়ারি:ক্য়াপিট্যাল ওর্থ রিসার্চ হাউস এবং এই সংস্থার অংশীদারদের তিনবছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করল সেবি (SEBI banned Capital Worth Research House) ৷ বৈধ অনুমতি ছাড়াই বাজারে বিনিয়োগ সংক্রান্ত পরিষেবা প্রদান করার অভিযোগে তাদের বিরুদ্ধে এই পদক্ষেপ করা হয়েছে ৷ একইসঙ্গে, ক্য়াপিট্যাল ওর্থ রিসার্চ হাউসকে নির্দেশ দেওয়া হয়েছে, আগামী তিনমাসের মধ্য়ে ক্লায়েন্ট বা গ্রাহকদের কাছ থেকে নেওয়া 1 কোটি 54 লক্ষেরও বেশি টাকা তাদের ফেরত দিতে হবে ৷
বুধবার এই মর্মে একটি নির্দেশিকা জারি করে সেবি ৷ তাতে বলা হয়েছে, যে তারিখে বিনিয়োগকারীদের টাকা ফেরত দেওয়া হবে, সেই তারিখ থেকে তিনবছরের নিষেধাজ্ঞার মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত ক্য়াপিট্যাল ওর্থ রিসার্চ হাউস এবং তার অংশীদাররা তাদের ব্যবসা করতে পারবে না ৷
প্রসঙ্গত, ক্য়াপিট্যাল ওর্থ রিসার্চ হাউস তাদের ব্যবসা ও যাবতীয় কর্মকাণ্ড অংশীদারিত্বের মাধ্যমে চালায় ৷ এই সংস্থার অংশীদাররা হলেন, অঙ্কিত শ্রীবাস্তব, মহম্মদ আমির শেখ, শাহিদ রংরেজ এবং সমীর মেমন ৷ সেবির বক্তব্য, ক্য়াপিট্যাল ওর্থ রিসার্চ হাউস এবং তার অংশীদাররা নিজেদের 'বিনিয়োগ উপদেষ্টা' হিসাবে দাবি করেন ৷ নিজেদের ক্লায়েন্ট বা গ্রাহকদের বিনিয়োগ বিষয়ে নানা পরামর্শ দেন তাঁরা ৷ অথচ, এই কাজ করার জন্য যে শংসাপত্র থাকা জরুরি, তা এই সংস্থার বা তার অংশীদারদের নেই ৷ যা বিনিয়োগ উপদেষ্টা আইনের পরিপন্থী ৷ সেই কারণেই তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের সিদ্ধান্ত নেয় সেবি ৷