মুম্বই, 8 ডিসেম্বর: চলতি আর্থিক বছরের জিডিপি বৃদ্ধি আনুমানিক 6.5 শতাংশ হবে বলা হয়েছিল ৷ তবে শুক্রবার রিজার্ভ ব্যাংক সেই অনুমানের পরিমাণ বাড়িয়ে জানিয়েছে যে, অভ্যন্তরীণ চাহিদা এবং উত্পাদন ক্ষেত্রে উচ্চ ক্ষমতার ব্যবহার নজরে রেখে চলতি বছরে আর্থিক বৃদ্ধির হার 7 শতাংশ হবে বলে অনুমান করা হচ্ছে ৷ যদিও দ্বি-মাসিক মুদ্রানীতি ঘোষণা করে আরবিআইয়ের গভর্নর শক্তিকান্ত দাস দীর্ঘায়িত ভূ-রাজনৈতিক অস্থিরতা এবং বিশ্বব্যাপী অর্থনৈতিক বিভাজন বৃদ্ধির দৃষ্টিভঙ্গি দেশের আর্থিক বৃদ্ধির ঝুঁকি হিসাবে চিহ্নিত করেছেন । এ দিকে, এ দিন সুদের হার অপরিবর্তিত রেখেছে রিজার্ভ ব্যাংক ৷
শুক্রবারের মুদ্রানীতি বিবৃতিতে আরবিআই সুদের হার অপরিবর্তিত রেখে জানিয়েছে যে, বাণিজ্যিক ব্যাংকগুলিকে দেওয়া ঋণের সুদ অর্থাৎ রেপো রেট 6.5 শতাংশই থাকছে । ফলে আমজনতার ইএমআইয়ের পরিমাণ বাড়ছে না ৷ ঋণ করে যাঁরা বাড়ি কিনতে ইচ্ছুক, তাঁদের আরও উৎসাহিত করতেই রিজার্ভ ব্যাংকের এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে ৷
শুক্রবার শীর্ষ ব্যাংক 2023-24 অর্থবছরের জন্য প্রকৃত জিডিপি বৃদ্ধি 7 শতাংশ হবে বলে অনুমান করেছে ৷ ডিসেম্বর এবং মার্চ ত্রৈমাসিকের বৃদ্ধি যথাক্রমে 6.5 শতাংশ এবং 6 শতাংশ হবে বলে অনুমান করা হয়েছে ৷