পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / business

বাড়ছে না ইএমআইয়ের খরচ, চলতি আর্থিক বছরে জিডিপি বৃদ্ধির অনুমান বাড়িয়ে 7% করল রিজার্ভ ব্যাংক - রেপো রেট অপরিবর্তিত

Repo Rate Unchanged: রিজার্ভ ব্যাংক রেপো রেট অপরিবর্তিত রাখায় বাড়ছে না ইএমআইয়ের খরচ ৷ এ দিন রিজার্ভ ব্যাংক চলতি অর্থবছরে আর্থিক বৃদ্ধির অনুমান বাড়িয়ে 7 শতাংশ করেছে ৷

Repo Rate Unchanged
রেপো রেট অপরিবর্তিত

By ETV Bharat Bangla Team

Published : Dec 8, 2023, 12:46 PM IST

Updated : Dec 8, 2023, 2:07 PM IST

মুম্বই, 8 ডিসেম্বর: চলতি আর্থিক বছরের জিডিপি বৃদ্ধি আনুমানিক 6.5 শতাংশ হবে বলা হয়েছিল ৷ তবে শুক্রবার রিজার্ভ ব্যাংক সেই অনুমানের পরিমাণ বাড়িয়ে জানিয়েছে যে, অভ্যন্তরীণ চাহিদা এবং উত্পাদন ক্ষেত্রে উচ্চ ক্ষমতার ব্যবহার নজরে রেখে চলতি বছরে আর্থিক বৃদ্ধির হার 7 শতাংশ হবে বলে অনুমান করা হচ্ছে ৷ যদিও দ্বি-মাসিক মুদ্রানীতি ঘোষণা করে আরবিআইয়ের গভর্নর শক্তিকান্ত দাস দীর্ঘায়িত ভূ-রাজনৈতিক অস্থিরতা এবং বিশ্বব্যাপী অর্থনৈতিক বিভাজন বৃদ্ধির দৃষ্টিভঙ্গি দেশের আর্থিক বৃদ্ধির ঝুঁকি হিসাবে চিহ্নিত করেছেন । এ দিকে, এ দিন সুদের হার অপরিবর্তিত রেখেছে রিজার্ভ ব্যাংক ৷

শুক্রবারের মুদ্রানীতি বিবৃতিতে আরবিআই সুদের হার অপরিবর্তিত রেখে জানিয়েছে যে, বাণিজ্যিক ব্যাংকগুলিকে দেওয়া ঋণের সুদ অর্থাৎ রেপো রেট 6.5 শতাংশই থাকছে । ফলে আমজনতার ইএমআইয়ের পরিমাণ বাড়ছে না ৷ ঋণ করে যাঁরা বাড়ি কিনতে ইচ্ছুক, তাঁদের আরও উৎসাহিত করতেই রিজার্ভ ব্যাংকের এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে ৷

শুক্রবার শীর্ষ ব্যাংক 2023-24 অর্থবছরের জন্য প্রকৃত জিডিপি বৃদ্ধি 7 শতাংশ হবে বলে অনুমান করেছে ৷ ডিসেম্বর এবং মার্চ ত্রৈমাসিকের বৃদ্ধি যথাক্রমে 6.5 শতাংশ এবং 6 শতাংশ হবে বলে অনুমান করা হয়েছে ৷

আগামী অর্থবছরের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিকে বৃদ্ধি অনুমান করা হয়েছে যথাক্রমে 6.7 শতাংশ, 6.5 শতাংশ এবং 6.4 শতাংশ । 2023 সালের মার্চে শেষ হওয়া 2022-23 অর্থবছরে ভারতীয় অর্থনীতি বেড়ে হয়েছিল 7.2 শতাংশ ৷ দেশের প্রকৃত জিডিপি জুন এবং সেপ্টেম্বরের প্রান্তিকে বার্ষিক বৃদ্ধি বেড়ে 7.8 শতাংশ এবং 7.6 শতাংশ হয়েছে, যা মার্চ মাসের 6.1 শতাংশ থেকে বেড়েছে ৷

কেন্দ্রীয় ব্যাংকের অনুমান আন্তর্জাতিক সংস্থাগুলির পূর্বাভাসের থেকে উল্লেখযোগ্যভাবে বেশি । আইএমএফ, বিশ্বব্যাংক, এডিবি এবং ফিচ চলতি অর্থবছরে ভারতের আর্থিক বৃদ্ধি 6.3 শতাংশ হবে বলে আশা করছে, যেখানে এসএন্ডপি চলতি অর্থবছরে 6.4 শতাংশ বৃদ্ধি আশা করছে । আরবিআই বলেছে যে, পাবলিক সেক্টর ক্যাপেক্সে উচ্ছ্বাস, উত্পাদনে গড় ক্ষমতার বেশি ব্যবহার এবং অভ্যন্তরীণ চাহিদা বৃদ্ধিকে উত্সাহিত করতে সহায়তা করবে ।

আরও পড়ুন:

  1. মুদ্রাস্ফীতি কমানোই মূল লক্ষ্য, চড়া সুদের হার আপাতত বজায় থাকার ইঙ্গিত আরবিআই গভর্নরের
  2. মুদ্রাস্ফীতিতে রাশ টানতে অপরিবর্তিত রেপো রেট, মধ্যবিত্তকে স্বস্তি দিয়ে বাড়ছে না ইএমআই
  3. 6.5 শতাংশেই রেপো রেট অপরিবর্তিত রাখল আরবিআই
Last Updated : Dec 8, 2023, 2:07 PM IST

ABOUT THE AUTHOR

...view details