পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / business

Rs 5 Cr Health Insurance: রিলায়েন্স হাজির বিশ্বব্যাপী 5 কোটির স্বাস্থ্য বীমা নিয়ে

সকলে এখন স্বাস্থ্য ও আর্থিক দিক থেকে নিজেকে নিরাপদে রাখতে চাইছেন । ফলে তার জন্য আপনি বেছে নিতে পারেন এই বীমাগুলি (Health Insurance) ৷ জেনে নিন বিস্তারিত ৷

ETV Bharat
Health Insurance

By

Published : Dec 27, 2022, 11:45 AM IST

হায়দরাবাদ, 27 ডিসেম্বর:আজকাল সকলেই চাইছেন স্বাস্থ্য ও আর্থিক নিরাপত্তা । সম্প্রতি, রিলায়েন্স জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেড (Reliance General Insurance limited) একটি নতুন স্বাস্থ্য বীমা পলিসি নিয়ে এসেছে ৷ যার মাধ্যমে আপনি বিশ্বের যে কোনও জায়গায় চিকিৎসা করাতে পারবেন । বিশ্বব্যাপী এই পলিসি বা নীতিটি 'রিলায়েন্স হেলথ ইনফিনিটি পলিসি' নামে আনা হয়েছে (Internationally valid health cover) ।

এই বীমাটি সর্বনিম্ন 5 লক্ষ টাকা থেকে সর্বোচ্চ 5 কোটি টাকা পর্যন্ত করতে পারবেন (Rs 5 Cr Health Insurance) । এর সঙ্গে আরও 1.5 কোটি টাকার অতিরিক্ত পলিসি যোগ করা যেতে পারে । এই পলিসিটি প্রসূতি খরচ, ওপিডি, কোনও সীমা ছাড়াই রুম ভাড়া প্রদান, এয়ার অ্যাম্বুলেন্স ইত্যাদি সুবিধা দেয় ।

'রিলায়েন্স হেলথ ইনফিনিটি পলিসি' একসঙ্গে পরিবারের 8 জন সদস্যের করা যেতে পারে । এই পলিসিটি এক, দুই বা তিন বছরের মেয়াদের করতে পারবেন । 18 থেকে 65 বছর বয়সিরা এই পলিসি নিতে পারবেন । 91 দিন থেকে শিশুদেরও পলিসিতে অন্তর্ভুক্ত করা যেতে পারে । প্রাক-পরীক্ষার পরেই 55 বছরের বেশি বয়সিদের এই পলিসি দেওয়া হবে । এই বীমায় 750-এর উপরে ক্রেডিট স্কোর, সঠিক বডি মাস ইনডেক্স(BMI) এবং মহিলা পলিসিধারীদের প্রিমিয়ামে ছাড় দেওয়া হয় (Discounts on premium) ।

স্বাস্থ্য বীমা ছাড়াও সকলে আর্থিকভাবে সুরক্ষিত থাকার জন্য ঝুঁকিমুক্ত বিনিয়োগের খোঁজে করে । এক্ষেত্রে বিশেষজ্ঞরা সরকারি সিকিউরিটিজগুলিকে সেরা বিকল্প হিসাবে পরামর্শ দেন ৷ কোয়ান্ট মিউচুয়াল ফান্ড একটি নতুন গিল্ট ফান্ড চালু করেছে । এই স্কিমের এনএফও (new fund offering) কোয়ান্ট গিল্টের শেষ তারিখ ছিল 19 ডিসেম্বর । ন্যূনতম বিনিয়োগ মূল্য 5 হাজার টাকা । এটি প্রধানত সরকারি সিকিউরিটিজে বিনিয়োগ করে । নিরাপদে এই ধরনের কম ঝুঁকি তহবিলের উপর নির্ভর করতে পারেন ৷

আরও পড়ুন:সুরক্ষিত থাকতে বাছুন বহু বছরের স্বাস্থ্য পরিকল্পনা

আয়ের প্রায় 80 শতাংশ সরকারি সিকিউরিটিজে রাখা যেতে পারে ৷ বাকি অবশিষ্ট টাকা এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড এবং অন্যান্য সংস্থাগুলিতে বিনিয়োগ করতে পারেন । এই স্কিমের কর্মক্ষমতা 'ক্রিসিল ডায়নামিক গিল্ট ইনডেক্স'-এর সঙ্গে তুলনা করা হয় । যেহেতু এটি একটি গিল্ট ফান্ড, তাই ক্ষতির ঝুঁকি প্রায় নেই । যে বিনিয়োগকারীরা ঝুঁকি ছাড়াই ধারাবাহিক রিটার্ন চান তারা এই স্কিমটি বেছে নিতে পারেন ।

কিছু তহবিল বা ফান্ডে খুব কম ঝুঁকি থাকে । এসবিআই মিউচুয়াল ফান্ড (SBI Mutual Fund) 'ডেট স্কিম' বিভাগের অধীনে একটি নতুন মিউচুয়াল ফান্ড স্কিম চালু করেছে । 'এসবিআই লং ডিউরেশন' নামে এই স্কিমের এনএফও 20 ডিসেম্বর শেষ হয়েছে ৷ এটি একটি ওপেন এন্ডেড স্কিম ছিল । এটি ঋণ এবং অর্থ বাজারে বিনিয়োগ করে ।

আরও পড়ুন:একাধিক ঝুঁকি থেকে বাঁচতে ভেবেচিন্তে বাছুন স্বাস্থ্য বীমা

এই স্কিমে বিনিয়োগগুলি বেশিরভাগই সাত বছরের বেশি মেয়াদের সঙ্গে দীর্ঘমেয়াদি বন্ডে করা হয় । এটি ভারতীয় কোম্পানিগুলির জারি করা আমেরিকান ডিপোজিটরি রসিদ/গ্লোবাল ডিপোজিটরি রসিদগুলির মতো জায়গায় বিনিয়োগ করে । এইভাবে এটি বিনিয়োগকারীদের থেকে কম ঝুঁকি-সহ বেশি রিটার্ন পেতে চায় । সুদের হার বেড়ে গেলে বন্ডের রিটার্ন কমে যায় । একইভাবে সুদের হার কমে গেলে বন্ডের রিটার্ন বাড়বে । অতএব, অনেক দিন সুদের হার কম থাকলে দীর্ঘমেয়াদি স্কিমগুলি থেকে ভালো রিটার্ন পাওয়া যাবে ।

ABOUT THE AUTHOR

...view details