নয়াদিল্লি, 19 সেপ্টেম্বর: গণেশ চতুর্থীর দিন কলকাতা-সহ দেশের আটটি শহরে নতুন জিও এয়ার ফাইবার পরিষেবা চালু করল রিলায়েন্স ৷ এই ওয়্যারলেস ব্রডব্যান্ডে মিলবে উচ্চ-গতি সম্পন্ন ইন্টারনেট এবং ডিজিটাল পরিষেবা ৷ এমনটাই দাবি করা হয়েছে রিলায়েন্স জিও'র তরফে ৷ মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে জিও'র বার্ষিক সাধারণ সভা ৷ সেখানেই এই ঘোষণা করা হয়েছে ৷ যে আটটি শহরে জিও ফাইবার পরিষেবা পাওয়া যাবে তা হল - আমেদাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই, দিল্লি, হায়দরাবাদ, কলকাতা, মুম্বই এবং পুনে ৷ এই টেলিকম অপারেটর সংস্থার লক্ষ্য 200 মিলিয়নেরও বেশি ভারতীয়দের বাড়িতে পৌঁছনো এবং পরিষেবা দেওয়া ৷ জানা গিয়েছে, জিও'র অপটিক্যাল ফাইবার পরিকাঠামো ভারত জুড়ে 1.5 মিলিয়ন কিলোমিটারের বেশি বিস্তৃত ।
জিও এয়ার ফাইবার কী?
জিও এয়ার ফাইবার কোনও তার ছাড়াই বাতাসে ফাইবারের মতো গতি সরবরাহ করে । ব্যবহারকারীদের কেবল এটি প্লাগ ইন করতে হবে ৷ সেটি করার পরেই এটি চালু করতে হবে ৷ ব্যাস, তাহলেই মিলবে ইন্টারনেট পরিষেবা ৷ এর জন্য গ্রাহকদের বাড়িতে একটি ব্যক্তিগত ওয়াই-ফাই হটস্পট থাকবে ।
জিও এয়ার ফাইবার হল, একটি ফিক্সড ওয়্যারলেস অ্যাক্সেস সলিউশন, যা বাড়ি এবং অফিসে 1 জিবিপিএস পর্যন্ত বিশৃঙ্খলামুক্ত উচ্চগতির ইন্টারনেট সংযোগ নিয়ে আসে । স্মার্টফোন-সহ একাধিক যেমন ডিভাইস, কম্পিউটার, ট্যাবলেট, স্মার্ট টিভি এবং সেট-টপ বক্সে এই ইন্টারনেট পরিষেবা ব্যবহার করা যাবে ৷ আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হল, একাধিক ডিভাইসে ব্যবহার করা হলেও গতির সঙ্গে কোনওরকম আপস করবে না ইন্টারনেট পরিষেবা ৷ একই সঙ্গে একাধিক ডিভাইস নিশ্চিন্তে সংযুক্ত করা যেতে পারে ।
একাধিক ডিভাইসে দ্রুতগতি সম্পন্ন ইন্টারনেট পরিষেবা
ব্যক্তি বাড়ি বাড়ি গিয়ে ইন্টারনেট সংযোগ দেওযার ক্ষেত্রে প্রায়শই আমাদের দেশের বেশিরভাগ অংশে অনেক সময় লেগে যায় ৷ বাড়ির চারপাশে অপটিক্যাল-ফাইবার প্রসারিত করতে বিভিন্ন জটিলতার সম্মুখীণ হতে হয় ৷ সেক্ষেত্রে ইন্টারনেট পরিষেবা পেতে দেরি হয় ৷ এর কারণে লক্ষ লক্ষ গ্রাহক বাড়িতে হোম ব্রডব্যান্ড নিতে অনীহা বোধ করে ৷ এমনটাই ব্যাখ্যা করে বলেছে জিও এবং পাশাপাশি দাবি করেছে, এইসব বিষয় থেকে মুক্তি দেবে এয়ারফাইবার ৷ বাড়ি বাড়ি বিনা ঝামেলায় পৌঁছনই তাদের লক্ষ্য ও প্রাসঙ্গিকতা ।
রিলায়েন্স জিও ইনফোকম লিমিটেডের চেয়ারম্যান আকাশ আম্বানি বলেছেন,"আমাদের বিস্তৃত ফাইবার-টু-দ্য-হোম পরিষেবা জিও ফাইবার ৷ এটি ইতিমধ্যেই 10 মিলিয়নেরও বেশি গ্রাহকদের পরিষেবা দিচ্ছে ৷ প্রতি মাসে আরও কয়েক হাজার গ্রাহক সংযুক্ত হচ্ছেন ৷ কিন্তু এখনও লক্ষ লক্ষ বাড়ি এবং ছোট ব্যবসা রয়েছে যাদের দ্রুত গতিতে সংযুক্ত করতে হবে ৷"