পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / business

RBI hikes Repo rate: বাড়ল রেপো রেট, আরও দামি ব্যাংক ঋণ

রেপো রেট 50 শতাংশ বাড়াল রিজার্ভ ব্যাংক (RBI hikes Repo rate by 50 basis points)৷ তার নয়া সুদের হার হল 4.9 শতাংশ ৷ এর ফলে আরও দামি হল ব্যাংক ঋণ (RBI hikes Repo rate)৷

RBI hikes Repo rate by 50 basis points, Loans To Get Costlier
বাড়ল রেপো রেট, আরও দামি ব্যাংক ঋণ

By

Published : Jun 8, 2022, 12:02 PM IST

নয়াদিল্লি, 8 জুন: মধ্যবিত্তের চিন্তা আরও বাড়াল রিজার্ভ ব্যাংক (RBI hikes Repo rate)৷ রেপো রেট 50 বেসিস পয়েন্ট বাড়ানোর কথা ঘোষণা করেছেন রিজার্ভ ব্যাংকের গভর্নর শক্তিকান্ত দাস ৷ ফলে আরও দামি হতে চলেছে ব্যাংক ঋণ ৷

বিভিন্ন ব্যাংককে রিজার্ভ ব্যাংক যে হারে ঋণ দেয়, সেই ঋণের সুদের হার বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে মানিটারি পলিসি কমিটি ৷ কমিটির 6 জন সদস্যই সর্বসম্মত ভাবে রেপো রেট বাড়ানোর সিদ্ধান্ত নেন ৷ 50 বেসিস পয়েন্ট বৃদ্ধি পাওয়ায় নয়া রেপো রেট হয়েছে 4.9 শতাংশ ৷ বাজার সম্পর্কে যে পূর্বাভাস রয়েছে, তা মিলে গেলে আগামী অগস্ট মাসের বৈঠকেও কেন্দ্রীয় ব্যাংক রেপো রেট বাড়াতে পারে বলে মনে করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা ৷ প্যানডেমিকের আগে রেপো রেটের যে পরিমাণ ছিল তার থেকে বেশি হতে পারে এই সুদের হার (RBI hikes Repo rate by 50 basis points)৷

আরও পড়ুন:রেপো রেট আর রিভার্স রেপো রেট একই রাখল আরবিআই

বর্তমান আর্থিক বছরের মুদ্রাস্ফীতির হারও অনেকটা বেড়ে 6.7 শতাংশ হতে পারে বলে জানিয়েছে রিজার্ভ ব্যাংক ৷ এপ্রিলে বলা হয়েছিল এই হার হতে পারে 5.7 শতাংশ ৷

রেপো রেট বৃদ্ধির কথা ঘোষণা হতেই আজ তার প্রভাব পড়ে শেয়ারবাজারে ৷ বিএসই সেনসেক্স পড়ে যায় 400 পয়েন্টে ৷ এনএসই নিফটি নেমে যায় 16,350-র নিচে ৷ তবে এই পতন সামলে নিতে বেশি সময় লাগেনি ৷

ABOUT THE AUTHOR

...view details