পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / business

6 শতাংশে বৃদ্ধির হার, 2047 সালের মধ্যে ভারত নিম্ন মধ্যম অর্থনীতিতেই থাকবে: রঘুরাম রাজন - PM Modi on India as third largest economy

রিজার্ভ ব্যাংকের প্রাক্তন গভর্নর রঘুরাম রাজন বলেন যে, ভারত যদি দ্রুত বৃদ্ধি না পায়, তবে এটি বৃদ্ধ (জনসংখ্যাগতভাবে) হয়ে পড়বে ৷ মত রঘুরাম রাজনের ৷

Raghuram Rajan
রঘুরাম রাজন

By ETV Bharat Bangla Team

Published : Dec 17, 2023, 4:54 PM IST

হায়দরাবাদ, 17 ডিসেম্বর: 2047 সালের মধ্যে জনসংখ্যা বৃদ্ধি না করে (অমৃত কাল) সম্ভাব্য বৃদ্ধির হার বার্ষিক 6 শতাংশ বজায় থাকলে ভারত একটি নিম্ন মধ্যম অর্থনীতিক দেশই থেকে যাবে । এবং সেই সময় পর্যন্ত জনসংখ্যাগত লভ্যাংশের চূড়ান্ত সীমায় পৌঁছে যাবে । রবিবার এ কথা বললেন রিজার্ভ ব্যাংকের প্রাক্তন গভর্নর রঘুরাম রাজন ৷

মন্থন আয়োজিত একটি অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় অর্থনীতিবিদ বলেন, যে, দেশ যদি দ্রুত বৃদ্ধি না পায় তবে এটি আরও ধনী হওয়ার আগে তার বৃদ্ধ (জনসংখ্যাগতভাবে) বাড়বে, যার অর্থ সেই সময়েও বয়স্ক জনসংখ্যার বোঝা রয়েছে । রাজন বলেন, গত দুই ত্রৈমাসিকে ভারতের জিডিপি বৃদ্ধি ছিল রিজিয়নে 7.5 শতাংশ এবং যদি কেউ শ্রমশক্তির অংশগ্রহণের দিকে তাকান, তবে তা খুবই কম এবং যখন নারীর অংশগ্রহণের কথা আসে, তা জি20-তে সর্বনিম্ন ।

রাজনের কথায়, "ভারতের বৃদ্ধির সম্ভাবনা আজ বছরে প্রায় 6 শতাংশ । আপনি যদি অঙ্ক করেন, দেখবেন বছরে 6 শতাংশ, আপনার প্রতি 12 বছরে দ্বিগুণ হবেন এবং তাই 24 বছরে আমাদের মাথাপিছু আয় চারগুণ হবে ৷ আজ, ভারতে মাথাপিছু আয়, যেমনটা আপনি জানেন, জনপ্রতি 2,500 মার্কিন ডলারের সামান্য নিচে । চার দিয়ে গুণ করলে আমরা প্রতি জনপ্রতি 10,000 মার্কিন ডলার পাই । সুতরাং আপনি যদি অংক করেন, আমাদের বর্তমান বৃদ্ধির হারে, আপনি জানেন, শক্তিশালী হিসাবে এটি জি20তে সর্বোচ্চ, আমরা ধনী হব না, তবে 2047 সাল পর্যন্ত আমরা নিম্ন মধ্যম আয়ে থাকব ৷"

প্রাক্তন আরবিআই প্রধান বলেছেন যে, কিছু দক্ষিণের রাজ্য জনসংখ্যার ক্ষেত্রে প্রজনন হারের নীচে বৃদ্ধি পাচ্ছে ৷ রাজনের মতে, "আমরা সেই সময়ের কাছাকাছি সময়ে বার্ধক্যের প্রক্রিয়া শুরু করব, যা উদ্বেগজনক প্রশ্নের দিকে নিয়ে যায় যদি আমরা দ্রুত বাড়তে না পারি, আমরা ধনী হওয়ার আগে বৃদ্ধ হয়ে যাব, যার মানে আমাদের সকলেরই সমস্ত বোঝা রয়েছে । একটি বয়স্ক জনসংখ্যাকেও সেই সময়ে মোকাবিলা করতে হবে ৷"

আরও পড়ুন:

  1. 71 হাজারে বিএসই সেনসেক্স, শেয়ার বাজারে রেকর্ডের সৌজন্য়ে লাভ ইক্যুইটি বিনিয়োগকারীদের
  2. 63 শতাংশ ভারতীয় সংস্থাগুলি বিনিয়োগ করবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে, দাবি রিপোর্টে
  3. 2025-এ ভারত 5 ট্রিলিয়ন মার্কিন ডলারের অর্থনীতি হবে, দাবি অমিত শাহের

ABOUT THE AUTHOR

...view details